Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল দিল বাংলাদেশ। ছবি: বিসিবি

নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম মৌসুম শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর। ছয় দলের এই টুর্নামেন্ট সামনে রেখে দল ঘোষণা করল বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিজ্ঞপ্তিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সুমাইয়া আকতার। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন আফিয়া আশিমা ইরা।

এবারের নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। দুই গ্রুপে তিনটি করে দল খেলবে টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তানের সঙ্গে থাকছে নেপাল। ১৬ ডিসেম্বর লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ১৭ ডিসেম্বর। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।

দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোরে। সুপার ফোর হবে রাউন্ড রবিন ফরম্যাটে। এখানে দলগুলো তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের পয়েন্ট তালিকার ওপরে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে ২২ ডিসেম্বর। এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল দুটিও বাড়তি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ‘এ’ ও ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে থাকা দল দুটি পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফে খেলবে ১৮ ডিসেম্বর। বায়ুমাস ক্রিকেট ওভালে হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে বাংলাদেশের দল

সুমাইয়া আকতার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), ফাহমিদা ছোঁয়া, মোসাম্মৎ ইভা, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আকতার, ফারজানা ইয়াসমিন, আনিসা আকতার সোবা, সুমাইয়া আকতার সুবর্ণা, নিশিতা আকতার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আকতার ও মাহারুন নিসা।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা