হোম > খেলা > ক্রিকেট

সৌম্যর আশা, সেন্ট কিটসের প্রতিশোধ সেন্ট ভিনসেন্টে নেবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা সৌম্যর। ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে হতাশই করল বাংলাদেশ দল। ৫০ ওভারের সিরিজে ধবলধোলাইয়ের ধাক্কা নিয়ে পরশু থেকে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন লিটন দাসরা। তবে দলের ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার আশাবাদী, সেন্ট কিটসের প্রতিশোধ সেন্ট ভিনসেন্টে কুড়ি ওভারের সিরিজে নেবেন তাঁরা।

শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সেন্ট ভিনসেন্টে এসে পৌঁছায় বাংলাদেশ দল। ফ্লাডলাইটের আলোয় ম্যাচের ভেন্যুতে অনুশীলনও করেছে লিটনের দল। প্রস্তুতির পর দলের ওপেনার সৌম্য বলেছেন, ‘ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামব আমরা। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে (টি-টোয়েন্টি সিরিজে)। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সেরা ছন্দে ফিরতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু সম্ভব।’

গ্লোবাল সুপার লিগে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। বাঁহাতি ব্যাটারের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে। ফাইনালের ম্যাচ-সেরা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার ওঠে তাঁর হাতে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। পাঁচ ম্যাচে করেছেন ১৮৮ রান। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান টি-টোয়েন্টি সিরিজে। শেষ ওয়ানডেতে ৭৩ রানের দুর্দান্ত একটি ইনিংসও খেলেছেন। সৌম্য বলেন, ‘কিছুদিন আগে এখানকার কন্ডিশনে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ ভিন্ন। এখানে বড় বা ছোট দল বলে কিছু নেই; যারা ২০ ওভার ভালো খেলবে, তারাই জিতবে।’

ওয়ানডে সিরিজে ব্যাটাররা ভালো করলেও বোলিং আক্রমণ সেভাবে ছন্দে ছিল না। সৌম্যর বিশ্বাস, টি-টোয়েন্টি সিরিজে বোলাররাও ঘুরে দাঁড়াবে, ‘ওয়ানডে সংস্করণে আমরা বরাবরই ভালো করেছি। যদিও কিছু সিরিজে ফল আমাদের পক্ষে আসেনি। ব্যাটারদের ধারাবাহিক রান করা ইতিবাচক দিক। বোলাররাও দারুণ করেছে, যদিও ওয়ানডে সিরিজে কিছুটা কঠিন সময় পার করতে হয়েছে। তবে আমি আশাবাদী, তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে।’

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত