হোম > খেলা > ক্রিকেট

রশিদ–নবীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক

তালেবানদের অভ্যুত্থানে আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর তালেবানরা যখন ক্ষমতা গ্রহণের চেষ্টা করছে তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খান–মোহাম্মদ নবীদের অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছে।

আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি-তে আছে আফগানিস্তান। রশিদ খানদের তাই বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নিতে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল।

কিন্তু আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানে তালেবানরা দায়িত্ব নিলে ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতি ব্যাহত হতে পারে। এরই মধ্যে আফগানিস্তানের পাঁচটি স্টেডিয়ামের তিনটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম পুরোটাই তালেবানদের দখলে চলে গেছে। 

মাজার-ই-শরিফের বালখ ক্রিকেট স্টেডিয়ামের নিয়ন্ত্রণে নিতে তালেবানরা আফগান বাহিনীর সঙ্গে লড়াই করছে। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম বর্তমানে বন্ধ। আর জালালাবাদের গাজী আমানউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণে আছে।

আফগানিস্তান জাতীয় দলে বেশির ভাগ ক্রিকেটার কাবুল স্টেডিয়ামে অনুশীলন করেন। কিন্তু এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়ার সম্ভাবনা কম। তা ছাড়া ক্রিকেটাররা এখন নিজেদের ও তাদের পরিবার রক্ষা করতেই ব্যস্ত। রশিদ–নবীরা বিশ্বকাপের প্রস্তুতি কবে শুরু করবেন সেটিও এই মুহূর্তে অনিশ্চিত।

এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড আফ্রিদির, হারল দলও

পাকিস্তানের ৩৭৭ কোটি টাকা ক্ষতির ‘ধাক্কা’ সামলাচ্ছেন ক্রিকেটাররা

বাজে হারের পর আইসিসির কড়া শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

মুশফিকরাও স্বাগত জানালেন হামজাকে

অফ ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত, সাংবাদিকদের কী অনুরোধ করেছেন

আইপিএলের কারণে প্রোটিয়া ক্রিকেটারের শাস্তিতে খুশি সাবেক পাকিস্তানি ক্রিকেটার

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনকে রেখেছে আইসিসি

বিদেশের লিগে লিটন-নাহিদ রানাদের খেলা উচিত: শান্ত

কেউ আমার বল সহজে খেলবে, মানতে পারি না

ভারতীয় বোর্ডের এমন নিয়মের কারণে হতাশ কোহলি