হোম > খেলা > ক্রিকেট

ক্যারিয়ারসেরা ইনিংসে বুঝিয়ে দিলেন, আশরাফুল ফুরিয়ে যাননি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুতে মোহাম্মদ আশরাফুলের ব্যাট ঠিকঠাক কথা বলছিল না। গত তিন ম্যাচের দুটিতে শূন্য রানে ফিরেছেন। একটিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৭ রান করেন। ম্যাচের সংখ্যা আরও তিনটি বাড়ালে একটি ফিফটি, শেখ জামালের বিপক্ষে। অন্য দুই ম্যাচে মোহামেডান আর শাইনপুকুরের বিপক্ষে স্কোর—১, ৬। 

ব্রাদার্স ইউনিয়নের একাদশ থেকে বাদ পড়ার গুঞ্জনও উঠছিল। সবকিছুই যেন এক ফুৎকারে উড়িয়ে দিলেন আশরাফুল। আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে লিস্ট এ ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেললেন। টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় ব্রাদার্স। ফরহাদ রেজার বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমতিয়াজ হোসেন। 

ক্যারিয়ার সেরা ইনিংসের পথে আশরাফুলের প্রথম বড় জুটি তিনে নামা মাইশুকুর রহমানের সঙ্গে। দুজনের জুটি থেকে আসে ১৫০ রান। সেঞ্চুরির পথে আশরাফুল প্রথম ফিফটি পূর্ণ করেন ৭৭ বলে। ২৭তম ওভারে এনামুল হক জুনিয়রের চতুর্থ বলটা লং অনে ঠেলে দিয়ে এক রান নিয়ে এবারের ডিপিএলের দ্বিতীয় ফিফটি করেন ব্রাদার্সের এ অভিজ্ঞ ব্যাটার। 

প্রথম ফিফটির পর ধীরে খেলার নীতি থেকে বেরিয়ে আসেন আশরাফুল। প্রথম ফিফটি করতে ৭৭ বল খেললেও দ্বিতীয় ফিফটি করেন ৩৩ বলে। সব মিলিয়ে লিস্ট এ ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করতে আশরাফুল খেলেন ১১০ বল। আউট হওয়ার আগে লিস্ট এ ক্যারিয়ারের সর্বোচ্চ ১৪১ রানের ইনিংস খেলে যান। এর আগে লিস্ট এ-তে আশরাফুলের সর্বোচ্চ স্কোর ছিল ১২৭। তাঁর ১৪১ রানের সুবাদে ৩০৯ রানের বড় সংগ্রহ পায় ব্রাদার্স।

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত