হোম > খেলা > ক্রিকেট

আমাদের স্কিল আরও উন্নত করতে হবে: তাসকিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে

প্রথম টি-টোয়েন্টি হেরে ক্রিকেটারদের মানসিকতা এবং স্কিলে উন্নতির কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কাল দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজ খোয়ানোর পর প্রায় একই কথা তাসকিন আহমেদের মুখেও।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে তাসকিন আহমেদ বললেন, ‘আমাদের স্কিল আরও উন্নত করতে হবে এবং ভালো উইকেটে খেলতে হবে।’ এসব জায়গায় উন্নতি না করলে তাসকিনের ভাষায়, ‘আশা আর চেষ্টা করা ছাড়া আমাদের হাতে কিছু নেই।’ 

ভারতের বিপক্ষে রেকর্ড ২২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে এসে টপ অর্ডার দলকে ভালো সূচনা দিতে ব্যর্থ। তাসকিন বললেন, ‘টপ অর্ডার ব্যর্থ হলে ম্যাচে ফেরা অনেক কঠিন হয়ে যায়। আমাদের ৮০ ভাগ খেলোয়াড় ভালো খেললেই কেবল আমরা জয়ের আশা করতে পারি। আমরা এমন দল নই, যেখানে দু-একজন ভালো খেললেই জিতে যাব।’ 

দিল্লিতে প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে তোলে ২২১ রান। দ্বিপক্ষীয় টি-টোয়েন্টিতে এটাই ভারতের সর্বোচ্চ দলীয় রান। জবাবে বাংলাদেশ ২০ ওভার খেললেও ৯ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি। ভারত আর বাংলাদেশের মধ্যে কোথায় পার্থক্য, সেটাও বললেন তাসকিন, ‘ভারতের হাই-স্কোরিং ম্যাচ খেলার অভ্যাসের তুলনায় আমরা অনেক পিছিয়ে। ওরা নিয়মিতই ২০০–২২০ রান তোলে। অথচ আমরা ১৩০-১৪০ রানের মধ্যেই সীমাবদ্ধ থাকি।’ এরপর তাসকিন বললেন আসল কথাটা, ‘পাওয়ার, টেকনিক এবং ব্যাটিং সামর্থ্যে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে।’ 

১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের শেষ টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ফেলা বাংলাদেশের জন্য সেটি ধবলধোলাই এড়ানোর লড়াই। ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়েই শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে বলে জানালেন তাসকিন, ‘এখন আমাদের লক্ষ্য হায়দরাবাদে আমরা যেন সিরিজের শেষ ম্যাচ জিতে ধবলধোলাই হওয়ার হাত থেকে থেকে নিজেদের রক্ষা করতে পারি।’

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন