Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

‘এখন আর সেই বাংলাদেশ ক্রিকেটকে খুঁজে পাই না’

অনলাইন ডেস্ক

‘এখন আর সেই বাংলাদেশ ক্রিকেটকে খুঁজে পাই না’
বাংলাদেশের ক্রিকেটের বর্তমান চিত্র দেখে হতাশ আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ফাইল ছবি

বিতর্কিত বিপিএল, ক্রিকেট প্রশাসনে বিশৃঙ্খলা, দেশের ভঙ্গুর ক্রিকেট সংস্কৃতিতে এল না তেমন পরিবর্তন। মাঠের পারফরম্যান্সের চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপেশাদারি কার্যকলাপসহ অন্ধকার দিকগুলোই সামনে চলে আসছে বারবার। ক্রিকেটের এই চিত্র দেখে হতাশা বাড়ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের।

ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রায় ৬ মাস লেগে গেল স্ট্যান্ডিং কমিটি গঠন করতে। নাজমুল আবেদীন ফাহিমকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান করা হয়েছে। আকরাম খান, মাহবুবুল আনামদের বিভিন্ন কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। স্ট্যান্ডিং কমিটি গঠন হলেও সমালোচনার মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কার্যক্রম। ক্লাব ক্রিকেটের দৌরাত্ম্য কমাতে অবশ্যই সংস্কার দরকার। তবে যে প্রক্রিয়ায় নাজমুল আবেদীনের নেতৃত্বাধীন সংস্কার কমিটি গঠনতন্ত্র সংশোধন করতে চাইছিলেন, সেটি নিয়েই যত প্রশ্ন। সামগ্রিকভাবে দেশের ক্রিকেটের বর্তমান চালচিত্র নিয়ে হতাশ বুলবুল ফেসবুকে লিখেছেন, ‘এখন আর সেই বাংলাদেশ ক্রিকেটকে খুঁজে পাই না। ক্রিকেট যেন হারিয়ে গেছে রাজনীতি, ক্ষমতার লোভ, চাটুকারিতা, নোংরা ব্যবসা, টার্গেটেড হিরো তৈরি করার প্রক্রিয়া, আর লক্ষ্যহীন যাত্রার ভেতরে।’

বুলবুল ভেবেছিলেন, গত ৬ মাসে নতুন বাংলাদেশে নতুন কিছু দেখা মিলবে দেশের ক্রিকেটে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। নাজমুল হাসান পাপন গত বছরের ২১ আগস্ট পদত্যাগের পর বিসিবি সভাপতির পদে এসেছেন ফারুক। এ সময়ে মাঠের ক্রিকেটে কত দূর এগোল বাংলাদেশ, সেই প্রশ্ন অনেকের। একরাশ হতাশা নিয়ে বুলবুল লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, নতুন কিছু আসবে, একটা বড় পরিবর্তন ঘটবে। কিন্তু যা দেখছি, তা আরও হতাশার। নতুন নেতৃত্ব, যাদের ওপর আশা ছিল, তারা আত্মবিশ্বাসের অভাবে লুকিয়ে থাকে, ব্যর্থতার ভয়ে সামনে আসতে চায় না। আর সেই পুরোনো ব্যর্থ মানুষগুলোই ফিরে আসে, যাদের থেকে আমরা উন্নতির আশা করেছিলাম!’

এই পরিস্থিতিতে একটা আশঙ্কাও প্রকাশ করেছেন বুলবুল, ‘আগ্রহ হারিয়ে গেলে ক্রিকেটও ফুটবল বা হকির মতো পেছনে পড়ে যাবে, সময়ের অপেক্ষা মাত্র। গত ১৫ বছর ধরে ‘ইউজফুল সবজি’ নামে আমাদের সামনে পচা ঘাস তুলে দেওয়া হয়েছে, আর আমরা তা নিঃশব্দে খেয়ে চলেছি। এখনো সেই একই সরবরাহকারীরা তাদের পুরোনো নীতিতেই অটল।’

বুলবুল-স্ক্রিনশট

বুলবুলের আশা, সংকটময় পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট আবার সেই সোনালি যুগে ফিরে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বলেন, ‘ক্রিকেট আমার সত্তা, আমার আত্মার অংশ। তাই যখন দেখি এই অবস্থা, হৃদয়টা রক্তক্ষরণ করে। যারা ক্ষমতায় আছেন, অনুরোধ, ক্রিকেটকে বাঁচান। এটাকে এমন একটা খেলা বানান, যেটা সবার বিশ্বাস আর ভালোবাসা অর্জন করে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে দয়া করে অন্য কোনো কাজে মন দিন। কারণ,এই দেশের মানুষ শুধু ক্রিকেটারদের পারফরম্যান্স নয়, নেতৃত্ব এবং পরিচালনাকেও মূল্যায়ন করে।আমরা চাই আমাদের ক্রিকেটের আকাশে আবারও এক নতুন, উজ্জ্বল, রক্তিম সূর্য উঠুক। যে সূর্যের আলো আমাদের গর্ব আর বিশ্বাস ফিরিয়ে আনবে।’

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

সেমির পানির মতো সমীকরণ কি মেলাতে পারবে ‘চোকার্স’ প্রোটিয়ারা

১ পয়েন্ট আর ৩৪০ ডট বল খেলে দেশে ফিরল বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের ‘গেরো’ খুলতে চায় দক্ষিণ আফ্রিকা

২২ টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধু হতাশাই

আফগানদের অপেক্ষায় রেখে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

সমালোচনার মুখে অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

ইংল্যান্ড ম্যাচের আগে বড় সুখবর দক্ষিণ আফ্রিকার