Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সতীর্থের বিয়েতে ধুতি-পাঞ্জাবি পরে নাচলেন ধোনি

ক্রীড়া ডেস্ক

সতীর্থের বিয়েতে ধুতি-পাঞ্জাবি পরে নাচলেন ধোনি

আইপিএলের মধ্যেই বাগ্‌দত্তা কিম ওয়াটসনের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ডেভন কনওয়ে। মুম্বাইয়ের একটি হোটেলে এই কিউই তারকার বিয়ের আয়োজন হয়। বিয়েতে দক্ষিণী সাজে সেজেছিলেন ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা। বর কনওয়েকেও ধুতি পাঞ্জাবিতে দেখে গেছে। 

সতীর্থের বিয়েতে মজে ছিলেন মহেন্দ্র সিং ধোনিও। বিয়েতে নাচতে দেখা গেছে ধোনিসহ চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের। তবে হলুদ পাঞ্জাবি ও সাদা ধুতিতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সাবেক চেন্নাই অধিনায়ক। বিয়ের মূল আয়োজন শেষে  নাচ-গানে মেতে ওঠেন ক্রিকেটাররা। সেখানে নাচতে দেখা যায় ধোনিকেও। তাঁর সঙ্গে চেন্নাইয়ের বাকি ক্রিকেটার যেমন, ডোয়াইন ব্র্যাভো, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজাদেরও নাচতে দেখা যায়।

আইপিএলের মেগা নিলাম থেকে এক কোটি রূপিতে চেন্নাই কনওয়েকে দলে ভিড়িয়েছিল । এখন পর্যন্ত তিনি হলুদ জার্সিতে একটি ম্যাচই খেলেছেন। উদ্বোধনী ম্যাচে কেকেআরের বিপক্ষে কনওয়ে করেছিলেন ৩ রান। এরপর আর চেন্নাইয়ের  একাদশে দেখা যায়নি তাঁকে।

টুর্নামেন্টে দলের পারফরম্যান্স ভালো না হলেও ক্রিকেটাররা যে ফুরফুরে মেজাজেই আছে বোঝা গেল কনওয়ের বিয়েতে৷ এখন পর্যন্ত ৭ ম্যাচের দুটিতে জিতেছে চেন্নাই। এই অবস্থা থেকে কোয়ালিফাই করতে হলে বাকিগুলো জয়ের বিকল্প নেই। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলের দিকে।

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার খুব কম’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে