Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

গাড়ির চালক ধোনি!

ক্রীড়া ডেস্ক

গাড়ির চালক ধোনি!

কদিন আগেই শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম। এবার টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষা। আইপিএলের ১৫তম আসর শুরু হতে আর এক মাসের কম সময় বাকি আছে। এবারও আইপিএল সম্প্রচারের দায়িত্ব পেয়েছে স্টার স্পোর্টস। টুর্নামেন্ট সামনে রেখে প্রোমো ভিডিও প্রকাশ করেছে চ্যানেলটি। 

প্রোমো ভিডিওতে ড্রাইভারের ভূমিকায় দেখা যাচ্ছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। ভারতীয় দল থেকে আগেই অবসর নিয়েছেন ধোনি। তবে চালিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএলে লম্বা সময় ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন সাদা বলের ক্রিকেটে ভারতের ইতিহাসের সবচেয়ে সফল এই অধিনায়ক। 

চেন্নাই সুপার কিংসের জার্সিতেও দারুণ সফল ধোনি। এবারও দলটির নেতৃত্বভার থাকছে তাঁর কাঁধে। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কদের তালিকায় ওপরের সারিতেই থাকবেন ধোনি। আইপিএল উপলক্ষে তিনি একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। সেই বিজ্ঞাপনের প্রোমো ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। 

পাঁচ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ধোনি চশমা পরে তির্যক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেছে স্টার স্পোর্টস। ক্যাপশনে তারা লিখেছে, ‘সঙ্গে থাকুন।’ 

আট দল থেকে বেড়ে এবারের আইপিএল হবে দশ দলের। মোট ম্যাচ হবে ৭৪টি। এর মধ্যে ৭০টি লিগ পর্বের ম্যাচ। বাকি চারটি ম্যাচ প্লে-অফের। 

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

‘বাংলাদেশে ভালো ক্রিকেটার অনেক আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার খুব কম’

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের অবসর

সাকিবের রেকর্ডটাও রেহাই পেল না কোহলির হাত থেকে