হোম > খেলা > ক্রিকেট

জর্ডান আর বাটলারে বড় জয় ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে জয়ের দরকার তো ছিলই, ইংল্যান্ডেরও দরকার ছিল নেট রানরেটটাকে বাড়িয়ে নেওয়ার। গতকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি কাজই করে রাখল ইংল্যান্ড। ১০ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা, জিতেছে ৬২ বল হাতে রেখে।

ক্রিস জর্ডানের বোলিং তোপ আর ব্যাটিংয়ে জস বাটলারের আগ্রাসন—দুইয়ের মাঝে পড়ে চিড়েচ্যাপ্টা যুক্তরাষ্ট্র। বল হাতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন জর্ডান। বাটলার খেলেছেন হার না মানা ৮৩ রানের ইনিংস। গতকালের এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের নেট রানরেট বেড়ে দাঁড়িয়েছে ১.৯৯২।

১১৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে যেন দ্রুত রান তোলার প্রতিযোগিতায় নেমেছিলেন জস বাটলার। তাঁর ৩৮ বলের ইনিংসটিতে রয়েছে ৬টি চার ও ৭টি ছক্কা। স্ট্রাইকরেট ২১৮.৪২! উইকেটে তাঁকে সঙ্গ দিয়ে যাওয়া আরেক ওপেনার ফিল সল্ট অবশ্য ২১ বলে করেছেন ২৫* রান।

এর আগে বার্বাডোজের কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করে ১১৫ রান তোলে চমক দেখিয়ে সুপার এইটে উঠে আসা যুক্তরাষ্ট্র। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনো মার্কিন ব্যাটারই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন নীতিশ কুমার, ২৯ কোরি অ্যান্ডারসন। ক্রিস জর্ডান ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান ও আদিল রশিদ।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন