হোম > খেলা > ক্রিকেট

জয়ে ফিরল আবাহনী, মোহামেডান-কিংসের গোল উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবশেষে জয়ের দেখা পেল আবাহনী লিমিটেড। জয়ের খরা কাটাতে হলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো বড় বাধা টপকাতেই হতো তাদের। এমন এক ম্যাচেই কিনা ৩৮ মিনিটে লাল কার্ড দেখে বসেন ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি! তখনই ম্যাচটা ঝুঁকে যায় শেখ জামালের দিকে। 

গোপালগঞ্জে বাকি ম্যাচটা ১০ জন নিয়ে খেলেই দারুণ এক জয় তুলে শিবিরে স্বস্তি ফিরিয়েছে ছয়বারের বিপিএল সেরা আবাহনী। আকাশি-নীলদের জয়ে ফেরার দিনে ব্রাদার্স ইউনিয়নের জালে গোল উৎসব করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। রাজশাহীতে সাদা-কালো শিবিররা জয় পেয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে। দুই ঐতিহ্যবাহী দলের জয়ের দিনে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রেখেছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে অস্কার ব্রুজোনের শিষ্যদের জয় ৩-১ গোলে। ১-১ গোলে ড্র হয়েছে রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি। 

শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনীর জয়টাই গতকালকের উল্লেখযোগ্য ঘটনা। স্বাধীনতা কাপে জামালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে জিতেছিল আন্দ্রেস ক্রুসিয়ানির দল। লিগের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার পর সেই জামালের বিপক্ষে ১০ জনের দল নিয়ে আকাশি-নীলরা তুলে নিল নিজেদের প্রথম জয়। ম্যাচের ৮৮ মিনিটে জোনাথন ফার্নান্দেজের রক্ষণচেরা পাসে বল জালে জড়ান কর্নেলিয়াস স্টুয়ার্ট। 

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সুলেমান দিয়াবাতে ও ইম্যানুয়েল সানডের জোড়া গোলে ব্রাদার্সকে উড়িয়ে খানিক সময়ের জন্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল মোহামেডান। তবে রাকিব হোসেন, দরিয়েলতন গোমেজ ও রিমন হোসেনের গোলে ফর্টিসকে হারিয়ে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট ব্রুজোনের দলের। সমান ম্যাচে ৭ পয়েন্টে দুইয়ে উঠে এসেছে মোহামেডান। তিন ম্যাচে ৪ পয়েন্টে চারে আবাহনী।

শাস্তি বাড়ল হৃদয়ের, চার ম্যাচ নিষিদ্ধ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত

৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান