Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সাকিবের পর বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার আরও কাছে মিরাজ

ক্রীড়া ডেস্ক   

সাকিবের পর বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার আরও কাছে মিরাজ
সাকিবের পর বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার আরও কাছে এখন মিরাজ। ছবি: বিসিবি

বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা তথ্যচিত্র বানিয়েছিল আইসিসি। যেখানে দেখানো হয়েছিল মিরাজের মধ্যে ভবিষ্যতের সাকিব আল হাসান হওয়ার সম্ভাবনা লুকিয়ে। লম্বা সময় সাকিব ছিলেন আইসিসির র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার। এখন মিরাজের সামনেও বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার সুযোগ।

আইসিসির আজকের হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন মিরাজ। ২৭ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার এগিয়েছেন দুই ধাপ। তাঁর রেটিং পয়েন্ট ২৮৪। এর আগে টেস্ট ক্যারিয়ারে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিন নম্বর অবস্থান ছিল তাঁর সেরা র‍্যাঙ্কিং।

টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন রবীন্দ্র জাদেজা। ৪১৫ রেটিং এখন জাদেজার। এই তালিকায় তিন ও চারে থাকা রবিচন্দ্রন অশ্বিন ও সাকিবের রেটিং ২৮৩ ও ২৬৩। আইসিসি সাপ্তাহিক পারফরম্যান্সের ভিত্তিতে র‍্যাঙ্কিং হালনাগাদ করলেও মিরাজ ২০২৪ সালে টেস্টে দুর্দান্ত খেলেছেন। পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই সেটা স্পষ্ট বোঝা যাবে। এ বছর ১০ টেস্টে ৪ ফিফটিতে করেছেন ৬১৪ রান। গড় ৩৮.৩৭। বোলিংয়ে নিয়েছেন ৩১ উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এ বছর ব্যাটিং, বোলিংয়ে কেউই নেই মিরাজের ধারে-কাছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছর কাটিয়ে দেওয়া মিরাজের মধ্যে সম্ভাবনা থাকার পরও নিজেকে দুর্দান্ত অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর ব্যাটিং পজিশন। সাত-আটে নেমে একজন ব্যাটারের পক্ষে কয়টাই আর বড় ইনিংস খেলা যায়? এ বছর মিরাজ ব্যাটিংয়ে নিয়মিত রানের ফোয়ারা ছুটিয়েছেন। শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজই নয়, টেস্টে এ বছর বিপর্যয়ের মুহূর্তে দলের হাল মিরাজ ধরেছেন অনেকবার। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টই জলজ্যান্ত উদাহরণ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ।

অলরাউন্ডার মিরাজের কাঁধে এখন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব বর্তেছে। অধিনায়ক হওয়ার পর ব্যাটিং পজিশনে উন্নতি ঘটেছে। নিয়মিত রানও করছেন। আর অফ স্পিনের জাদু তো আছেই। কদিন আগে জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ১৫ বছরের অপেক্ষা ফুরিয়েছে বাংলাদেশের।

মিরাজের সামনে যখন টেস্ট অলরাউন্ডারের সিংহাসনে বসার সুযোগ, তখন সাকিব যেন পতনমুখী রাজা। গত সেপ্টেম্বরে কানপুরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব। সে ইচ্ছাটা তাঁর পূরণ হয়নি। তাঁর টেস্ট বিদায় নিয়ে এখনো সংশয়হীন না হওয়ার কারণেই কি র‍্যাঙ্কিংয়ে এখনো সাকিবের নাম রেখেছে আইসিসি?

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম

স্টেইনের বিশ্বাস, এক দশকের মধ্যে আফগানিস্তান ট্রফি জিতবেই

‘মন চাইলেই বলতে পারি না, আমাদের একজন সাকিব তৈরি হবে’

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়