হোম > খেলা > ক্রিকেট

ভারতের সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানি পেসার

ক্রীড়া ডেস্ক    

বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ১.১ কোটি রুপিতে বৈভব সূর্যবংশীতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এরপর থেকে আলোচনায় ভারতের ১৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। তবে এই বয়সের কারণেই এবার প্রশ্নের মুখে পড়লেন তিনি।

সম্প্রতি সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ভারত। সেই ম্যাচে ৩৬ বলে ৬ চার ও ৫ ছয়ে ৬৭ রান করেন এই ওপেনার। তবে পরশু ফাইনালে বাংলাদেশ বিপক্ষে হাসেনি সূর্যবংশীর ব্যাট। ভারতকে হারিয়ে বাংলাদেশও টানা দ্বিতীয়বারের মতন জিতে নেয় যুবাদের এশিয়া কাপ।

সূর্যবংশী আগামী ২৭ মার্চ ১৪ বছর বয়সে পা রাখবেন। তবে ব্যাটিং দেখে কে বলবে তাঁর বয়স এত কম! বিশেষ করে শারজায় লঙ্কানদের বিপক্ষে সেমিতে দুলনিত সিগেরার বলে সূর্যবংশীর স্ট্যান্ডে আছড়ে ফেলা ছয় দেখে অবাক হয়েছেন জুনায়েদ খান। সেই অবাক হওয়া থেকে পাকিস্তানের সাবেক এই পেসার প্রশ্ন তুলেছেন ভারতীয় কিশোরের বয়স নিয়ে। সূর্যবংশীর সেই ছয় মারার ভিডিও পোস্ট করে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জুনায়েদ লিখেছেন, ‘১৩ বছরের ছেলে কি সত্যি এত বড় ছয় মারতে পারে?’

আলোচনায় আসার পর থেকে সূর্যবংশীর বয়স নিয়ে অনেকে কথা বলেছেন। সম্প্রতি তাঁর বাবা সঞ্জীব এই বিতর্ক নিয়ে জানিয়েছেন, দরকার পড়লে ছেলে হাড়ের পরীক্ষা করাবেন। ভারতীয় নিউজ এজেন্সি পিটিআই’কে তিনি বলেছেন, ‘যখন তার বয়স সাড়ে ৮ বছর, তখন সে বিসিসিআই-তে (ভারতীয় ক্রিকেট বোর্ড) প্রথম হাড়ের পরীক্ষা দেয়। সে ইতিমধ্যে ভারত-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। সে আবারও তার বয়স পরীক্ষা দেবে।’

সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে খেলেছেন বিহারের হয়ে। এই দলের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি।

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত