হোম > খেলা > ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক    

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ছবি: এসিসি

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত জয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের দল। আগামী পরশু কুয়ালালামপুরে ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

শ্রীলঙ্কার হারে বাংলাদেশের ফাইনালের পথ অনেকটাই মসৃণ হয়ে যায়। নিজেদের কাজ ছিল শুধু নেপালকে হারানো। সেটি বেশ দাপটের সঙ্গেই করেছে তারা। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে তিন বিভাগেই নিজেদের নিংড়ে দিয়েছেন ক্রিকেটাররা। নেপালের ব্যাটারদের মধ্যে একমাত্র সাবিত্রী ধামি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রানে থেমে যায় তাদের ইনিংস। বৃষ্টি সময় কেড়ে নেওয়ায় মূলত ২০ ওভারের ম্যাচের পরিধি কমে ১১ ওভারে নিয়ে আসা হয়।

নেপালের ৪ ব্যাটারই ড্রেসিংরুমে ফেরেন রানআউট হয়ে। সর্বোচ্চ ১২ বলে ১১ রান করেছেন ওপেনার সাবিত্রী। নেপালের দেওয়া ৫৫ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই তাড়া করেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতেই মোসাম্মত ইভা ও ফাহমিদা ছোঁয়া যোগ করেন ৪৬ রান। ২১ বলে ১৮ রান করে ফেরেন ইভা। ইনিংসে ছিল ১টি ছক্কা।

সুমাইয়া আক্তার সুবর্ণাকে সঙ্গে নিয়ে বাকি কাজ অনায়াসে সারেন ফাহমিদা। ৩২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ইনিংসে মেরেছেন ৩টি চার। সুবর্ণা অপরাজিত থাকেন ৬ বলে ১০ করে। নেপালের কুসুম গোদার নিয়েছেন একটি উইকেট।

দিনের আরেক ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯৮ রান করে শ্রীলঙ্কা। ১৪.৫ ওভারে লঙ্কানদের দেওয়া ৯৯ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে তাড়া করেছে ভারত। এসিসির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব এবং সুপার ফোরের পয়েন্ট মিলিয়ে টেবিলের শীর্ষ দুই দলই খেলবে ফাইনালে। ৪ ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ৭, আর বাংলাদেশের ৬ পয়েন্ট।

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত