হোম > খেলা > ক্রিকেট

তামিমরা বরিশাল যাচ্ছেন কবে, জানালেন দলের মালিক

অনলাইন ডেস্ক

রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান (মাঝে) হয়ে ওঠেন সকলের মধ্যমণি। ছবি: বিসিবি

তামিম ইকবালের নেতৃত্বে আবারও বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চিটাগং কিংসের পর রুদ্ধশ্বাস ফাইনাল জয়ের পর গত রাতে মিরপুর স্টেডিয়ামে তৈরি হয় উৎসবের এক আবহ। চারিদিক হয়ে যায় লালে লাল।

টানা দুই বার শিরোপা জয়ের উদযাপন তো শুধু ফরচুন বরিশাল মিরপুরেই করে বসে থাকবে না। চ্যাম্পিয়ন জেলায় গিয়েও তো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমানের। বরিশালে কবে যাচ্ছেন, ম্যাচ শেষে সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে মিজানুর তাঁদের কর্মপরিকল্পনা জানিয়েছেন। ফরচুন বরিশালের মালিক বলেন, ‘৯ তারিখে যাব ইনশাআল্লাহ। যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’

সড়কপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও বরিশালের লঞ্চ ভ্রমণ এখনো অনেকে উপভোগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল গ্যালারিতে ফরচুন বরিশালের ভক্ত-সমর্থকেরা লঞ্চের রেপ্লিকা নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত ট্রফিটা উঠল বরিশালের লঞ্চে। এবার লঞ্চে করে শিরোপা নেওয়া হবে কি না, সেই প্রশ্নের উত্তরে মিজানুর বলেন, ‘আমি আপনাদের জানাব। আজ রাতে সিদ্ধান্ত হবে।’

মিরপুরে গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৯৪ রান করেছিল চিটাগং কিংস। ১৯৫ রানের লক্ষ্যে নামা বরিশালের লঞ্চ কয়েকবার কাত হয়ে পড়ার উপক্রম হয়েছিল। শেষের দিকে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে বরিশাল পায় ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন তামিম। ২০২৪ বিপিএলে বরিশালের শিরোপা জয়ে তিনি হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত