হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ জয়ের ৫০ বছর উদ্‌যাপন করবে ওয়েস্ট ইন্ডিজ, অনুষ্ঠানে কী থাকছে

ক্রীড়া ডেস্ক    

১৯৭৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর এভাবেই শিরোপা উঁচিয়ে ধরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড (ডানে)। ছবি: ক্রিকইনফো

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসরেই শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫-এর ২১ জুন লর্ডসের ব্যালকনিতে শিরোপা উঁচিয়ে ধরেন উইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বকাপ জয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা হবে ঘটা করে।

এ বছর ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি হবে ২১ জুন। সেই সুবর্ণজয়ন্তী ঘটা করে উদ্‌ যাপনের পরিকল্পনা করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। বিশ্বকাপ জয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের ঘোষণা পরশু এক সংবাদ সম্মেলনে দিয়েছেন সিডব্লুআই সভাপতি ড. কিশোর শ্যালো। সিডব্লুআই সভাপতি বলেছেন, ‘১৯৭৫ সালে আমাদের প্রথম বিশ্বকাপ জয়ের ৫০তম বার্ষিকী আমরা উদ্‌যাপন করতে যাচ্ছি। আমরা পরিকল্পনা অনেকটা এগিয়ে ফেলেছি। কয়েকটা ব্যাপার শুধু চূড়ান্ত করা বাকি।’

১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের ১৪ ক্রিকেটারের মধ্যে বেঁচে আছেন ১২ ক্রিকেটার। সেই কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করা হবে বলে জানিয়েছেন শ্যালো। সিডব্লিউআই সভাপতি বলেন, ‘প্রথম বিশ্বকাপজয়ী দলের এখনো ১২ জন কিংবদন্তি বেঁচে আছেন। বার্বাডোজে একটি অনুষ্ঠানে তাঁদের সাফল্য উদ্‌যাপন করতে যাচ্ছি আমরা।’

প্রথম বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের বেঁচে থাকা ১২ ক্রিকেটার হলেন লয়েড (৮০), ভিভ রিচার্ডস (৭৩), গর্ডন গ্রিনিজ (৭৩), অ্যালভিন কালীচরণ (৭৬), রোহান কানহাই (৮৯), বার্নার্ড জুলিয়েন (৭৫), ডেরিক মারে (৮১), ভ্যানবার্ন হোল্ডার (৭৯), অ্যান্ডি রবার্টস (৭৪), কলিস কিং (৭৩), ল্যান্স গিবস (৯০) ও মরিস ফস্টার (৮১)। না ফেরার দেশে চলে যাওয়া দুই ক্রিকেটার হলেন রয় ফ্রেডেরিকস ও কিথ বয়েস। ফ্রেডেরিকস ৫৭ বছর বয়সে ২০০০ সালের সেপ্টেম্বরে মারা যান। আর ১৯৯৬ সালের অক্টোবরে ৫৩ বছর বয়সে পরলোকে পাড়ি জমান বয়েস।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তির পরিকল্পনা নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ। সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি (সুবর্ণজয়ন্তী উদযাপন)। অবশ্যই আমরা নির্ধারিত সময়ের মধ্যে উদযাপনের নির্দিষ্ট তারিখ ও পরিকল্পনা বিস্তারিত জানাচ্ছি।’ সুবর্ণজয়ন্তী ২১ জুন উদযাপন করা হলে তখন থেকেই ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে উৎসবের বন্যা। বছরের জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সিরিজে হবে তিন টেস্ট ও পাঁচ টি-টোয়েন্টি।২৫ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।

লর্ডসে ১৯৭৫ সালে ২১ জুন প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮৫ বলে ১০২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন লয়েড। ১৯৭৫ সালে লর্ডসেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে লয়েডের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপ জেতে ক্যারিবীয়রা। তবে ওয়েস্ট ইন্ডিজের সেই দিনগুলো এখন শুধুই অতীত। ক্লাইভ-রিচার্ডসদের ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১২ ও ২০১৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ক্যারিবীয়রা। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সবশেষ ওয়ানডে ইভেন্টে অনুষ্ঠিত দুটি টুর্নামেন্টে খেলার যোগ্যতাই অর্জন করেনি ক্যারিবীয়রা।

১৯৭৫, ১৯৭৯— ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দুটি শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজ কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং ১৯৭৫ সালে না খেললেও ১৯৭৯ বিশ্বকাপজয়ী দলে ছিলেন। সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে সিডব্লিউআইয়ের পরিকল্পনা নিয়ে রোমাঞ্চিত হোল্ডিং বলেন, ‘আমার মতে এটা দারুণ এক পরিকল্পনা। উদ্‌যাপন নিয়ে বিস্তারিত বলতে পারছি না।’

শাস্তি বাড়ল হৃদয়ের, চার ম্যাচ নিষিদ্ধ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত

৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান