হোম > খেলা > ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই লড়াই করল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের সূচনা ম্যাচে কানাডার ১৯৪ রান কী অনায়াসেই না টপকে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৪ বল হাতে রেখেই টপকে গিয়েছিল রানের পাহাড়। কিন্তু গতকাল অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে একই লক্ষ্যে ব্যাট করতে এসে পারলেন না আন্দ্রিস গাউস, হারমিত সিংরা। তবে হারের আগে লড়াই করেছেন তাঁরা। ম্যাচকে রান আর বলের সমীকরণে নিয়ে এসেই হেরেছে ১৮ রানে। 

রান তাড়ায় ওপেনার টেলরকে (২৪) হারিয়ে প্রথম ৫ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল এই বিশ্বকাপে চমক দেখানো যুক্তরাষ্ট্র। তখন রানরেট ছিল ১০.২০, আর আস্কিং রানরেট ৯.৬০। তবে এরপরই পথটা বন্ধুর হয়ে যায় যুক্তরাষ্ট্রের। ৫৬ রানে ৩ উইকেট এবং একপর্যায়ে ৭৬ রানে ৫ উইকেট খুইয়ে বসে তারা। এরপর যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে ফেরান ওপেনার গাউস ও সাতে ব্যাট করতে আসা হারমিত সিং। ষষ্ঠ উইকেটে জুটিতে ৪৩ বলে তাঁরা ৯১ রান যোগ করলে শেষ ১২ বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ২৮ রান। কিন্তু ১৯ তম ওভারে ডাকাবুকো ব্যাট করা হারমিতকে তুলে নিয়ে কাগিসো রাবাদা মাত্র ২ রান দিলে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে যুক্তরাষ্ট্র। শেষ ২ ওভারে ৯ রান তুললে ১৭৬ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস। গাউস ৪৭ বলে ৮০ এবং হারমিত ২২ বলে করেন ৩৮ রান। 

এর আগে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের ৪০ বলে ৭৪ রানের ইনিংসের ওপর ভর করে ৪ উইকেটে ১৯৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করাম দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন। দলীয় ১৬ রানে রিজা হেনড্রিকসকে (১১) হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে মার্করামকে নিয়ে ৬০ বলে ১১০ রান যোগ করেন ডি কক। আর তাতেই দুই শর কাছাকাছি স্কোর পায় দক্ষিণ আফ্রিকা। হেনরিখ ক্লাসেন ২২ বলে ৩৬ এবং ত্রিস্তান ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। সৌরভ নেত্রভালকার ও হারমিত সিং ২টি করে উইকেট নেন।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন