হোম > খেলা > টেনিস

ইউএস ওপেনও খেলতে পারছেন না নাদাল

ক্রীড়া ডেস্ক

চোটের সঙ্গে লড়াইটা থামছে না রাফায়েল নাদালের। গ্র্যান্ড স্লামগুলোতেও এখন তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে না। স্প্যানিশ টেনিস তারকা এ বছর আরেক গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনেও খেলবেন না তিনি। সামাজিকমাধ্যমে সেটা নিশ্চিত করেছেন নাদাল। 

অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ওপেন ২০২৪ সালে দুটি গ্র্যান্ড স্লাম খেলতে পারেননি নাদাল। এবার বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন
তিনি। কোন চোটে মিস করতে যাচ্ছেন সেটা উল্লেখ করেননি ঠিকই। তবে এখনো যে ভুগছেন সেটার ইঙ্গিত পাওয়া গেছে। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে গতকাল মধ্যরাতে স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘আপনাদের সবাইকে জানাচ্ছি যে এ বছরের ইউএস ওপেনে যাচ্ছি না। সেখানে আমার অনেক স্মৃতি রয়েছে। মনে হচ্ছে এবার শতভাগ দিতে পারছি না।’ 

ক্যারিয়ারে ২২ গ্র্যান্ড স্লামের মধ্যে নাদাল চারটি জিতেছেন ইউএস ওপেনে। সেখানে স্বাভাবিকভাবেই অনেক স্মৃতি রয়েছে তাঁর। ইউএস ওপেনে এবার খেলতে পারবেন না-সেটা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘নিউইয়র্কের আর্থার অ্যাশের রাতের সেই স্মৃতিগুলো অনেক দিন মনে থাকবে। যুক্তরাষ্ট্রের ভক্ত-সমর্থকদের বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি সবাইকে মিস করব। আবার দেখা হবে।’ বার্লিনে লেভার কাপ নিয়ে টেনিস কোর্টে ফেরার কথা জানিয়েছেন নাদাল।
 
২০২৩ সাল থেকেই গ্র্যান্ড স্লামে অনিয়মিত হয়ে পড়েছেন নাদাল। ফিটনেসের ঝামেলায় গত বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন কোনো টুর্নামেন্টেই দেখা যায়নি তাঁকে। এ বছর শুধু ফ্রেঞ্চ ওপেন খেললেও প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। প্যারিস অলিম্পিকের একক ও দ্বৈত টেনিস ইভেন্টে খেলেছেন তিনি। স্পেনের তরুণ কার্লোস আলকারাসকে নিয়ে দ্বৈত ইভেন্টে নাদাল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছেন। একক ইভেন্টে নোভাক জোকোভিচের কাছে হেরে নাদাল বাদ পড়েছেন দ্বিতীয় রাউন্ডেই। 

ছেলেদের টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। এই তালিকায় জোকোর পরেই আছেন নাদাল। তৃতীয় সর্বোচ্চ ২০ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন রজার ফেদেরার। ২৬ আগস্ট শুরু হচ্ছে এবারের ইউএস ওপেন। 

আরও পড়ুন: জোকোভিচের কাছে হেরে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নাদালের

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

ইনহেলার নিয়েও অদম্য জোকোভিচ

বাছাইয়েই বাদ পড়তে যাওয়া ইভা লিসের স্বপ্নযাত্রা

ফেদেরারকে আড়াল করে নতুন রেকর্ড জোকোভিচের

র‍্যাকেট ভেঙে বড় জরিমানার মুখে মেদভেদেভ

সিনার-আলকারাস লড়াইয়ের অপেক্ষা

ফেদেরারের যে রেকর্ড ভেঙে দিলেন মনফিলস

অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষ’ মেশানো হয়েছিল, জোকোভিচের অভিযোগ

অলিম্পিকের বছরে নাদালের বিদায়

‘উত্তরাধিকার’ রেখে বিদায় নিলেন নাদাল

সেকশন