ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে দুই নম্বর র্যাঙ্কধারী ইগা শিয়াতেককে হারিয়েছিলেন। ফাইনালে হারালেন ‘নাম্বার ওয়ান’ আরিনা সাবালেঙ্কাকে। একই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে রাশিয়ার মিরা আন্দ্রিভা জানান দিলেন বিশ্ব টেনিসে নিজের আগমনী বার্তাও। মাত্র ১৭ বছর বয়সে উব্লিউটিএর এই ১০০০ মাস্টার্স জিতলেন আন্দ্রিভা।
১৯৯৮ সালে মার্টিনা হিঙ্গিস এবং ১৯৯৯ সালে সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় সর্বকনিষ্ঠ নারী প্রতিযোগী হিসেবে আন্দ্রিভা জিতলেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। তবে যেভাবে তিনি টুর্নামেন্টটি জিতলেন, সেটি তো ঐতিহাসিকই। একই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে শিরোপাজয়ী আন্দ্রিভা এখন ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এই কীর্তিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়টি হলেন আমেরিকার ট্রেসি অস্টিন।
১৯৭৯ সালে ১৬ বছর বয়সে তিনি ইউএস ওপেন এবং ফিল্ডারস্টাড টেনিস টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে শিরোপা জিতেছিলেন। ইউএস ওপেনে সেমিফাইনাল ও ফাইনালে অস্ট্রিন হারিয়েছিলেন র্যাঙ্কিংয়ের দুই ও একে থাকা মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টকে। এর দুই মাস পরই ফিল্ডারস্টাড টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনালে হারিয়েছিলেন দুই ও একে থাকা এভার্ট ও নাভ্রাতিলোভাকে। ৪৬ বছর আগে ট্রেসি অস্টিনের কীর্তিকে মনে করিয়ে আন্দ্রিভার ইউএস ওপেন জয় আলোড়ন তুলেছে নারী টেনিসে। বেসলাইন থেকে আগ্রাসী শট খেলতে অভ্যস্ত রুশ এই খেলোয়াড়ের তূণে রয়েছে শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকও। তাঁর ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ডও বেশি শক্তিশালী; র্যালিতে মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষকে কৌশলগতভাবে হারানোর ক্ষমতাও আছে তাঁর।
এই ইন্ডিয়ানা ওয়েলসের আগেও গত ফেব্রুয়ারিতে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ জিতে চমক দেখিয়েছিলেন আন্দ্রিভা। হয়েছিলেন হাজার মাস্টার্স টুর্নামেন্টজয়ী সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড়। ওই টুর্নামেন্ট জিতেই ঢুকে পড়েছিলেন ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের সেরা দশে। ২০০৭ সালে নিকোল ভাইদিসোভার পর ১৭ বছর বয়সে ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের সেরা দশে আসা প্রথম প্রতিযোগীও ছিলেন আন্দ্রিভা। টানা দুটি মাস্টার্স শিরোপা জিতে ১২ ম্যাচ জয়ের ধারায় আন্দ্রিভা। এই জয়ের ধারাটা কত ম্যাচ হয়—এখন এটাই দেখার।
ইন্ডিয়ানা ওয়েলসের ফাইনালে অবশ্য প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন আন্দ্রিভা। তবে পরের দুই সেট জিতে ২-৬,৬-৪, ৬-৩ গেমে হারিয়ে দেন বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে। এদিকে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপার। তিনি ৬-২,৬-২ গেমে হারিয়েছেন হোলগার রুনকে।
ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে দুই নম্বর র্যাঙ্কধারী ইগা শিয়াতেককে হারিয়েছিলেন। ফাইনালে হারালেন ‘নাম্বার ওয়ান’ আরিনা সাবালেঙ্কাকে। একই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে রাশিয়ার মিরা আন্দ্রিভা জানান দিলেন বিশ্ব টেনিসে নিজের আগমনী বার্তাও। মাত্র ১৭ বছর বয়সে উব্লিউটিএর এই ১০০০ মাস্টার্স জিতলেন আন্দ্রিভা।
১৯৯৮ সালে মার্টিনা হিঙ্গিস এবং ১৯৯৯ সালে সেরেনা উইলিয়ামসের পর তৃতীয় সর্বকনিষ্ঠ নারী প্রতিযোগী হিসেবে আন্দ্রিভা জিতলেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। তবে যেভাবে তিনি টুর্নামেন্টটি জিতলেন, সেটি তো ঐতিহাসিকই। একই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে শিরোপাজয়ী আন্দ্রিভা এখন ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এই কীর্তিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়টি হলেন আমেরিকার ট্রেসি অস্টিন।
১৯৭৯ সালে ১৬ বছর বয়সে তিনি ইউএস ওপেন এবং ফিল্ডারস্টাড টেনিস টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকাকে হারিয়ে শিরোপা জিতেছিলেন। ইউএস ওপেনে সেমিফাইনাল ও ফাইনালে অস্ট্রিন হারিয়েছিলেন র্যাঙ্কিংয়ের দুই ও একে থাকা মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টকে। এর দুই মাস পরই ফিল্ডারস্টাড টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনালে হারিয়েছিলেন দুই ও একে থাকা এভার্ট ও নাভ্রাতিলোভাকে। ৪৬ বছর আগে ট্রেসি অস্টিনের কীর্তিকে মনে করিয়ে আন্দ্রিভার ইউএস ওপেন জয় আলোড়ন তুলেছে নারী টেনিসে। বেসলাইন থেকে আগ্রাসী শট খেলতে অভ্যস্ত রুশ এই খেলোয়াড়ের তূণে রয়েছে শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকও। তাঁর ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ডও বেশি শক্তিশালী; র্যালিতে মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষকে কৌশলগতভাবে হারানোর ক্ষমতাও আছে তাঁর।
এই ইন্ডিয়ানা ওয়েলসের আগেও গত ফেব্রুয়ারিতে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ জিতে চমক দেখিয়েছিলেন আন্দ্রিভা। হয়েছিলেন হাজার মাস্টার্স টুর্নামেন্টজয়ী সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড়। ওই টুর্নামেন্ট জিতেই ঢুকে পড়েছিলেন ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের সেরা দশে। ২০০৭ সালে নিকোল ভাইদিসোভার পর ১৭ বছর বয়সে ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের সেরা দশে আসা প্রথম প্রতিযোগীও ছিলেন আন্দ্রিভা। টানা দুটি মাস্টার্স শিরোপা জিতে ১২ ম্যাচ জয়ের ধারায় আন্দ্রিভা। এই জয়ের ধারাটা কত ম্যাচ হয়—এখন এটাই দেখার।
ইন্ডিয়ানা ওয়েলসের ফাইনালে অবশ্য প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন আন্দ্রিভা। তবে পরের দুই সেট জিতে ২-৬,৬-৪, ৬-৩ গেমে হারিয়ে দেন বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে। এদিকে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপার। তিনি ৬-২,৬-২ গেমে হারিয়েছেন হোলগার রুনকে।
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার।
৫ মিনিট আগেবাংলাদেশে ফেরার একদিন গড়িয়ে গেলেও হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা কমেনি স্নানঘাট গ্রামবাসীর। আজও সকাল থেকে বাড়ির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন লোকজন। শুধুমাত্র হামজাকে এক নজর দেখার আশায়।
১৭ মিনিট আগেলিওনেল মেসিকে নিয়েই ২ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনা ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল। কিন্তু চোটের থাবায় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না। খেলতে না পারলেও দলকে সমর্থন দিয়ে যাবেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেএবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিবর্ণ শুরুর পর এনামুল হক বিজয় ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিজয় ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। ৪০-এর বেশি টানা তিন ইনিংস খেলার পর আজ বিজয় পেয়েছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে