নোভাক জোকোভিচের সঙ্গে আগে প্রতিযোগিতাটা হতো রজার ফেদেরার আর রাফায়েল নাদালের। টেনিসের ‘বিগ থ্রি’র মধ্যে শুধু সার্বিয়ান তারকাই নিজের ফর্মটা ধরে রেখেছেন এখনো। ফেদেরার অবসরে। চোটে পড়ায় সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের পরে আর দেখা যায়নি নাদালকে।
তাঁদের অনুপস্থিতিতে এ বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নাদালকে টপকে সর্বোচ্চ ২৩ তম গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন জোকোভিচ। আজ থেকে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন দিয়ে সংখ্যাটা বাড়িয়ে নিতে চান সার্বিয়ান তারকা। নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে প্রথম রাউন্ডে তিনি আগামীকাল মুখোমুখি হবেন ফ্রান্সের আলেক্সান্দ্রে মুলারের।
তার আগে দুই বছর পর ইউএস ওপেনে ফেরা জোকোভিচ জানালেন, এখন থেকে প্রতিটি গ্র্যান্ড স্লাম খেলবেন নিজের ‘শেষ স্লাম’ হিসেবে। আরও যে কয়েক বছর খেলবেন, স্লামের সংখ্যাটা নিয়ে যেতে চান ধরাছোঁয়ার বাইরে। তবে এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। গত শুক্রবার সংবাদ সম্মেলনে সেটিই বললেন জোকো, ‘জানি না আমার আরও কত গ্র্যান্ড স্লাম হবে। এই মুহূর্তে আমার মনে শেষের কোনো চিন্তা নেই।’
তবে বয়সকে নিয়েই যত ভয় জোকোভিচের, ‘বয়স যখন ৩৬ হয়, তখন অনেক কিছু হতে থাকে। পারফরম্যান্সের দিক থেকে তাই প্রতিটি গ্র্যান্ড স্লামকে এখন শেষ হিসেবে বিবেচনা করছি।’
জোকোভিচের এক দিন পরেই প্রথম রাউন্ড শুরু করবেন আলকারাস। লড়াইয়ের আগে ২০ বছর বয়সী এ তারকা জানালেন, আগের চেয়ে তিনি এখন পরিণত। গত বছরের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে চান এই শীর্ষ বাছাই, ‘কোর্টে এখন নিজেকে আরও বেশি পরিণত মনে হয়। গত বছর আমি যে মানের খেলোয়াড় ছিলাম, এখন তার চেয়ে ভালো। গত বছর যা করেছিলাম ঠিক সেটি করার চেষ্টা করছি।’ তবে দুজনের ফাইনালে ওঠার পথে বড় বাধা হতে পারেন মেদভেদেভ ও ইয়ানিক সিনার।