Ajker Patrika
হোম > ল–র–ব–য–হ

পর্বতের গভীর ফাটলে আটকে থাকা পাথরটি দেখতে ভিড় জমান পর্যটকেরা

অনলাইন ডেস্ক

পর্বতের গভীর ফাটলে আটকে থাকা পাথরটি দেখতে ভিড় জমান পর্যটকেরা

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইউরোপের দেশ নরওয়ের নাম আছে। পর্বতঘেরা সামুদ্রিক খাড়ি, আশ্চর্য সুন্দর উপত্যকা, পাহাড়ি নদী, মনোমুগ্ধকর নর্দার্ন লাইট কী সেই সেখানে! তবে শুনে চমকাবেন এত সৌন্দর্যের ভিড়ে নরওয়ের অন্যতম আকর্ষণ একটি পাথর। শুধু ওই পাথরটি দেখতে বহু পর্যটক কিয়াক পর্বতে যান। 

আশ্চর্য এ পাথরের নাম কিয়াকবলটেন। রোগালানদ কাউন্টির স্যান্ডলেস এলাকার কিয়াক পর্বতের গভীর এক ফাটলে আটকে থাকা প্রাচীন এক পাথর এটি। বলা চলে আপাতদৃষ্টিতে অতল এক গহ্বরের ওপরে পর্বতের দুটি পাথুরে দেয়ালের মধ্যে এই মাঝারি আকারের বোল্ডারটি আটকে আছে। এর আকার ৫ ঘন মিটার। 

গহ্বরটি ৯৮৪ মিটার বা ৩ হাজার ২২৮ ফুট গভীর। তাই এখান থেকে পড়লে বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে এই ঝুঁকি বাদ দিলে পর্বতারোহণের বিশেষ কোনো সরঞ্জাম ছাড়া তুলনামূলকভাবে সহজে ট্র্যাকিং করে পাথরটির ধারে পৌঁছে যেতে পারবেন। পাথরটির আশ্চর্য অবস্থান এবং সেই সঙ্গে পৌঁছানো সহজ হওয়ায় এটি নরওয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই পাথরের ওপর দাঁড়িয়ে থাকা ছবি দিতে বেজায় আগ্রহ পর্যটকদের। 

কিয়াকবলটেন পাথরের জনপ্রিয়তা এতটাই যে মৌসুমে পর্যটকদের সেখানে একটি ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়। ছবি: ফেসবুকওই পাথরের ওপর দাঁড়িয়ে ছবি তোলার জন্য পর্যটকেরা এমনকি ভিনদেশ থেকেও হাজির হোন কিয়াক পর্বতে। কিয়াকবলটেন পাথরের জনপ্রিয়তা এতটাই যে মৌসুমে পর্যটকদের সেখানে একটি ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়। সময়টি কয়েক মিনিট থেকে এক ঘণ্টার বেশি পর্যন্ত হতে পারে। 

কিয়াক পর্বত কিন্তু বেস জাম্পিংয়ের জন্যও খুব জনপ্রিয়। এ ধরনের জাম্পিংয়ে পাথর কিংবা অন্য কোনো স্থির কাঠামোর ওপর থেকে প্যারাস্যুটসহ লাফ দেন রোমাঞ্চপ্রেমীরা। 

কিয়াকবলটেন পাথরের ওপর দাঁড়িয়ে আছেন এক পর্যটক। ছবি: এএফপিট্র্যাকিংয়ের জন্যও আলাদা নাম আছে এলাকাটির। কাছের গ্রাম লিসেবতন থেকে হাঁটা শুরু করেন পর্যটকেরা। পথটা খুব বিপজ্জনক নয়। পথের দুই পাশের নানা ধরনের দৃশ্যের সঙ্গে দেখবেন পর্বতর মাঝের অসাধারণ খাড়ি। যাত্রার শেষে চূড়ান্ত উপহার হিসেবে কিয়াকবলটেন পাথর তো থাকছেই। 

ছবিতে যতটুকু দেখা যায়, বলা হয় পাথরটি তার চেয়ে বেশি প্রশস্ত। তারপরও পা একটু এদিক-সেদিক হলেই বহু নিচে পড়ার আশঙ্কা। কিন্তু এ পাথর থেকে সাম্প্রতিক বছরগুলোতে কেউ পা পিছলেছেন, এমন ঘটনা শোনা যায়নি। অবশ্য কিয়াক পর্বত থেকে বেস জাম্প করতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। 

স্থানীয় ভাষায় কিয়াক অর্থ কম বয়স্ক ছাগলের রুক্ষ চুল। পর্বতটির রুক্ষ জমিকে দেখতে অনেকটা কম বয়স্ক ছাগলের লোমের মতো মনে হওয়ায় এমন নামকরণ। কিয়াকবলটেন হলো কিয়াকের বোল্ডার বা পাথর। 

বেস জাম্পারদের কাছে ভারি জনপ্রিয় কিয়াক পর্বত। নরওয়ের নাগরিক স্টেইন এডভারসেন ১৯৯৪ সালে প্রথম এখান থেকে লাফ দেন বলে জানা যায়। ৬০ হাজার বারের কাছাকাছি বেস জাম্প দেওয়া হয়েছে এখন পর্যন্ত পর্বতটি থেকে। 

নরওয়ের গ্রীষ্মের সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত জায়গাটি ট্র্যাকিংয়ের জন্য বেশি বিখ্যাত। ওই সময়টায় আবহাওয়া ভালো থাকায় বেশ সহজে পৌঁছে যেতে পারবেন পাথরটির কাছে। তবে যেহেতু আপনার মতো আরও অনেকেই এ সময় পাথরটির ওপরে উঠতে ও ছবি তুলতে চান, খুব সকালে সেখানে পৌঁছে গেলে বেশি সময় লাইনে দাঁড়াতে হবে না। 

সূত্র: অডিটি সেন্ট্রাল, গো ফিইরডস, টাইমস অব ইন্ডিয়া

বিটিএস তারকা জিনকে চুম্বন, তদন্তের মুখে জাপানি নারী

৯৬ লাখ ডলারের স্বর্ণের কমোড চুরি হয়ে গেল ৫ মিনিটে

এটিএম কার্ড চুরি করে কেনা লটারির টিকিটে জিতলেন ৫ লাখ ইউরো, ভাগ চান মালিক

গিনেস বুকে নাম লেখাল রক্তকণিকার সমান এক ভাস্কর্য

৪০০টি ভাষায় লিখতে পড়তে পারেন ১৯ বছরের আকরাম

তিমির মুখে কিছুক্ষণ, বেঁচে ফিরে অভিজ্ঞতা জানালেন তরুণ

সমুদ্রের তলদেশে টানা ১২০ দিন, বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান প্রকৌশলী

পচা মাংসের দুর্গন্ধযুক্ত ফুল দেখতে শত শত মানুষের ভিড়

১২ ঘণ্টায় ১ হাজার পুরুষের সঙ্গে শয্যায় তরুণী, গড়লেন রেকর্ড

স্বপ্নে পাওয়া নম্বরে লটারি জিতলেন মার্কিন নারী