অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড এ লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকারের সমান।
প্রত্যেকটি ভাস্কর্য তৈরি করতে বিশেষ ধরনের মাইক্রোব্লেডিং সুই ব্যবহার করা হয়, যা যন্ত্রের স্ক্রু ড্রাইভারের প্রান্তে যুক্ত করা হয়। এসব সুইয়ের মধ্যে বেশির ভাগে অতিরিক্ত মাইক্রোস্কোপিক অংশ (সূক্ষ্ম উপাদান) যোগ করা হয়, যা আরও নিখুঁত কাজ করতে সাহায্য করে। এসব যন্ত্রপাতি তৈরি হয়েছে সিলিকন কারবাইড থেকে, যা একটি অত্যন্ত শক্তিশালী পদার্থ।
এই ভাস্কর্য তৈরি করতে মাসব্যাপী পরিকল্পনা করতে হয় লিনডনকে। এরপর কয়েক মাস ধরে নিরলসভাবে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করেছেন তিনি। তিনি দিনে নয় বরং রাতের বেলা একা একা ৬-১০ ঘণ্টা কাজ করেছেন। কারণ, দিনের বেলা যানবাহনের কম্পন কাজে বিঘ্ন সৃষ্টি করত। এমনকি নিজের শ্বাসপ্রশ্বাসও ধীর ধীরে নিতেন তিনি।
লিনডন বলেন, এমনকি হৃৎস্পন্দনের কম্পনও আমার আঙুলের মাধ্যমে ছড়িয়ে পড়লে খুব বেশি গতিবিধি সৃষ্টি হয়।
লিনডন শেষ পর্যন্ত তিনটি আলাদা লেগো ব্লক তৈরি করেন, যার প্রতিটির আয়তন একটি মানব চুলের প্রস্থের চেয়ে ছোট। প্রথমটি ছিল ৮ স্পটের লেগো, যা গিনেস রেকর্ড অনুযায়ী সবচেয়ে সংকীর্ণ হাতে তৈরি কাঠামো। দ্বিতীয়টি ছিল ৪ স্পটের ব্লক, যা ২০১৭ সালে লিনডনের বন্ধু এবং সহকর্মী মাইক্রো-আর্টিস্ট উইলাড উইগানের রেকর্ডের তুলনায় চার গুণ ছোট। তার তৃতীয় এবং সবচেয়ে ছোট কাজ ছিল–এক স্পটের লেগো, যা তার সবচেয়ে দ্রুততম প্রকল্প ছিল। প্রায় ২০ মিনিট কম সময় নিয়ে এটি তৈরি করেছিলেন।
এখানে স্পট হলো—লেগোর ওপরে ছোট ছোট গর্ত, যা দিয়ে একটি আরেকটির সঙ্গে যুক্ত হতে পারে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রকৌশলী লিনডন। ২০১৯ সালে মাইক্রো ভাস্কর্য তৈরি শুরু করেন এবং এরপর ছোট আকারের বিখ্যাত শিল্পকর্ম তৈরি করেন। যেমন: ভ্যান গঘের ছবি, যা একটি ঘড়ির যন্ত্রাংশে এঁটে যায়। এরপরের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মাইক্রো (শুধু মাইক্রোস্কোপে দেখা যায় এমন বস্তু) বেলুন কুকুর, যা শিল্পী জেফ কুনসের তৈরি বিখ্যাত বেলুন কুকুরের আদলে।
বিবিসি অনুসারে, লিনডন ক্লাসিক খেলনা বা ঐতিহ্যবাহী শিল্পকর্মের মাইক্রোস্কোপিক পুনর্নির্মাণে সীমাবদ্ধ থাকতে চান না। তাঁর পরবর্তী প্রকল্প, ‘বিশ্বের সবচেয়ে ছোট চিড়িয়াখানা’ তৈরি করা।
বিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড এ লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকারের সমান।
প্রত্যেকটি ভাস্কর্য তৈরি করতে বিশেষ ধরনের মাইক্রোব্লেডিং সুই ব্যবহার করা হয়, যা যন্ত্রের স্ক্রু ড্রাইভারের প্রান্তে যুক্ত করা হয়। এসব সুইয়ের মধ্যে বেশির ভাগে অতিরিক্ত মাইক্রোস্কোপিক অংশ (সূক্ষ্ম উপাদান) যোগ করা হয়, যা আরও নিখুঁত কাজ করতে সাহায্য করে। এসব যন্ত্রপাতি তৈরি হয়েছে সিলিকন কারবাইড থেকে, যা একটি অত্যন্ত শক্তিশালী পদার্থ।
এই ভাস্কর্য তৈরি করতে মাসব্যাপী পরিকল্পনা করতে হয় লিনডনকে। এরপর কয়েক মাস ধরে নিরলসভাবে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করেছেন তিনি। তিনি দিনে নয় বরং রাতের বেলা একা একা ৬-১০ ঘণ্টা কাজ করেছেন। কারণ, দিনের বেলা যানবাহনের কম্পন কাজে বিঘ্ন সৃষ্টি করত। এমনকি নিজের শ্বাসপ্রশ্বাসও ধীর ধীরে নিতেন তিনি।
লিনডন বলেন, এমনকি হৃৎস্পন্দনের কম্পনও আমার আঙুলের মাধ্যমে ছড়িয়ে পড়লে খুব বেশি গতিবিধি সৃষ্টি হয়।
লিনডন শেষ পর্যন্ত তিনটি আলাদা লেগো ব্লক তৈরি করেন, যার প্রতিটির আয়তন একটি মানব চুলের প্রস্থের চেয়ে ছোট। প্রথমটি ছিল ৮ স্পটের লেগো, যা গিনেস রেকর্ড অনুযায়ী সবচেয়ে সংকীর্ণ হাতে তৈরি কাঠামো। দ্বিতীয়টি ছিল ৪ স্পটের ব্লক, যা ২০১৭ সালে লিনডনের বন্ধু এবং সহকর্মী মাইক্রো-আর্টিস্ট উইলাড উইগানের রেকর্ডের তুলনায় চার গুণ ছোট। তার তৃতীয় এবং সবচেয়ে ছোট কাজ ছিল–এক স্পটের লেগো, যা তার সবচেয়ে দ্রুততম প্রকল্প ছিল। প্রায় ২০ মিনিট কম সময় নিয়ে এটি তৈরি করেছিলেন।
এখানে স্পট হলো—লেগোর ওপরে ছোট ছোট গর্ত, যা দিয়ে একটি আরেকটির সঙ্গে যুক্ত হতে পারে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রকৌশলী লিনডন। ২০১৯ সালে মাইক্রো ভাস্কর্য তৈরি শুরু করেন এবং এরপর ছোট আকারের বিখ্যাত শিল্পকর্ম তৈরি করেন। যেমন: ভ্যান গঘের ছবি, যা একটি ঘড়ির যন্ত্রাংশে এঁটে যায়। এরপরের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মাইক্রো (শুধু মাইক্রোস্কোপে দেখা যায় এমন বস্তু) বেলুন কুকুর, যা শিল্পী জেফ কুনসের তৈরি বিখ্যাত বেলুন কুকুরের আদলে।
বিবিসি অনুসারে, লিনডন ক্লাসিক খেলনা বা ঐতিহ্যবাহী শিল্পকর্মের মাইক্রোস্কোপিক পুনর্নির্মাণে সীমাবদ্ধ থাকতে চান না। তাঁর পরবর্তী প্রকল্প, ‘বিশ্বের সবচেয়ে ছোট চিড়িয়াখানা’ তৈরি করা।
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৫ দিন আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
১৬ দিন আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
১৯ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
২০ দিন আগে