ভালুকদের নিরামিষের দিকে একটু ঝোঁক থাকলেও অন্য খাবারে তাদের অরুচি আছে, এটা কেউ বলতে পারবে না। বিশেষ করে আলাস্কার বাদামি ভালুকদের তো মাছ আছে পছন্দের মেন্যুতে একেবারে ওপরের দিকে। আর এই বাদামি ভালুকদের মাছ শিকারের প্রিয় একটি জায়গা হলো ব্রুকস জলপ্রপাত। দল বেঁধে সেখানে মাছ ধরতে দেখবেন এই ভালুকদের।
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার কাতমাই জাতীয় উদ্যানের ব্রুকস নদীতে এই জলপ্রপাতের অবস্থান। জুলাই থেকে সেপ্টেম্বরের গোড়া পর্যন্ত এই ব্রুকস জলপ্রপাতে আসে স্যামন মাছেরা। আসলে এই মাছেরা ডিম পাড়তে ব্রুকস নদী থেকে যায় ব্রুকস হ্রদে। কিন্তু জলপ্রপাত পেরিয়ে আরও আড়াই কিলোমিটার পাড়ি দেওয়ার পরই কেবল হ্রদটিতে পৌঁছাতে পারে তারা। তার মানে, সেখানে যেতে চাইলে ব্রুকস জলপ্রপাত না পেরিয়ে তাদের উপায় নেই।
স্যামন মাছের সৌভাগ্য, ব্রুকস জলপ্রপাতের উচ্চতা একবারেই কম, মোটে ছয় ফুট। প্রাণচাঞ্চল্যে ভরপুর স্যামনের জন্য এই উচ্চতা লাফিয়ে পেরোনো তেমন কঠিন কাজ নয়। তবে তাদের দুর্ভাগ্য, এটা করতে গিয়ে স্যামন মাছ আলাস্কার বাদামি ভালুকদের খাবারে পরিণত হয়।
ভালুকদের বসতি কাতামাই ন্যাশনাল পার্কের গহিনে। স্যামনেরা যখন ডিম পাড়তে রওনা দেয়, তখনই ব্রুকস জলপ্রপাতে ভিড় জমাতে দেখা যায় তাদের। কারণ বছরের বাদবাকি সময় জলপ্রপাত এলাকায় খাবার পাওয়া কঠিন তাদের জন্য। তাই ভালুকের আনাগোনা থাকে একেবারেই সীমিত।
এই ভালুকদের মাছ শিকার নিয়ে আরেকটি মজার ব্যাপার আছে। যেসব ভালুককে জলপ্রপাতে মাছ শিকার করতে দেখা যায়, দেখবেন এরা গায়ে-গতরে অন্যদের চেয়ে বড়। তেমনি এগুলো দলের মধ্যে সবচেয়ে বেপরোয়া। তাদের এমনকি মাছ শিকারের পছন্দের জায়গাও আছে। অন্য ভালুকদের মধ্যে যারা জলপ্রপাতে মাছ শিকারের প্রতিযোগিতায় টিকতে পারে না, তারা নদীর ভাটির দিকে শিকার করে। একটু নিরীহ ধরনের ভালুকদের মাছ কখনো কখনো শক্তিশালী আর দস্যু ভালুকেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করতে দেখা যায়।
তবে ব্রুকস জলপ্রপাত বেশ দুর্গম জায়গা। ভালুকের মাছ শিকার দেখতে সেখানে যাওয়াটা খুব সহজ নয়। পৌঁছানোর জন্য হয় ব্রুকস নদী ধরে নৌকায় যেতে হয়, নতুবা ছোট্ট বুশ প্লেনে চাপতে হয়। রাস্তার মূল নেটওয়ার্কেরও বাইরে জায়গাটি। তবে একবার ব্রুকস ক্যাম্পে পৌঁছে গেলে সেখান থেকে পায়ে হেঁটেই চলে যাওয়া যায় ব্রুকস জলপ্রপাত কিংবা ভালুকের মাছ শিকার দেখার মঞ্চ বা প্ল্যাটফর্মগুলোয়।
সূত্র: অ্যামিউজিং প্ল্যানেট, অ্যাকটিভ ট্রাভেল এক্সপেরিয়েন্স ডট কম, দ্য ট্রাভেল ডট কম