Ajker Patrika
হোম > নারী > আইনি পরামর্শ

স্বামী মারা যাওয়ার পর স্ত্রী-সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু?

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

স্বামী মারা যাওয়ার পর স্ত্রী-সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু?

প্রশ্ন: আমি একজন মুসলিম নারী। আমার একটি ছেলেসন্তান রয়েছে। আমার স্বামী বিয়ের পর দেশের বাইরে কাজ করতে যান। গত বছর তিনি সেখানে স্ট্রোকে মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকে আমি আমার সন্তানকে নিয়ে ভাইয়ের বাসায় থাকি। কারণ, স্বামীর মৃত্যুর পর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি আমাদের খোঁজখবরও নেননি। আমার জানার বিষয় হলো, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী আর সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু? 
নাসিফা, নরসিংদী

উত্তর: একজন মুসলমানের মৃত্যুর পরমুহূর্তেই তাঁর সম্পত্তিতে ওয়ারিশদের অংশ সৃষ্টি হয়। কাজেই আপনার স্বামীর মৃত্যুর পর তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আপনার এবং আপনার ছেলের অধিকার রয়েছে। কারণ, আপনারা তাঁর ওয়ারিশ। আপনার প্রশ্নে এ কথা স্পষ্ট নয় যে আপনার শ্বশুর ও শাশুড়ি জীবিত আছেন কি না। যদি বেঁচে থাকেন, তাহলে আপনি ও আপনার ছেলের সঙ্গে তাঁরাও আপনার স্বামীর সম্পত্তিতে অধিকার পাবেন। যেহেতু আপনার ছেলে আছে, তাই স্ত্রী হিসেবে মৃত স্বামীর সম্পত্তিতে আপনি ৮ অংশের ১ অংশ লাভ করবেন। আপনার শ্বশুর এবং শাশুড়ি থাকলে তাঁরা প্রত্যেকে পাবেন ৬ অংশের ১ অংশ। সম্পত্তির বাকিটা পাবে আপনার ছেলে। যদি আপনার শ্বশুর বা শাশুড়ি কেউ না থাকেন, তাহলে আপনি ৮ অংশের ১ অংশ এবং বাকি সম্পত্তি আপনার ছেলে পাবে। 

পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট

মানসিক ও আইনি সমস্যা বিষয়ে প্রশ্ন পাঠাতে পারেন চিঠি বা ই-মেইলে।
চিঠি পাঠানোর ঠিকানা বিভাগীয় সম্পাদক, নারী আজকের পত্রিকা বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল aj@ajkerpatrika.com

সম্পর্ক ভেঙে যাওয়ার প্রভাব পড়ে আমাদের শারীরবৃত্তীয় কাজে

তালাকের জন্য নিয়ম মেনে নোটিশ পাঠাতে হবে

ডিপফেক ছবি তৈরি ও প্রচার এবং ভুয়া তথ্য ছড়িয়ে কাউকে হয়রানি করা আইনত অপরাধ

অপমানজনক পোস্ট, ট্রলিং, ছবি বিকৃত করা, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ

সঠিকভাবে আইনগত পদক্ষেপ নিলে অধিকার সুরক্ষিত হবে

নারীদের তালাক দেওয়ার অধিকার আছে

সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিতের দাবি

নারীর এগিয়ে যেতে যে আইনগুলো দরকার

নির্যাতিত নারী সরাসরি আদালতে মামলার আবেদন করতে পারেন

আপসে সম্পত্তি ভাগ না হলে বণ্টননামার মামলা করা যায়