Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ, সম্পাদক সবুর

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ, সম্পাদক সবুর
সাধারণ সম্পাদক সবুর শুভ ও সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ বিজয়ী হয়েছেন।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি তাঁদের বিজয়ী হিসেবে ঘোষণা করে।

রিয়াজ হায়দার চৌধুরী ২৩০ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পান ১৫৮টি।

আর সাধারণ সম্পাদক পদে সবুর শুভ ১৯৫ ভোটে নির্বাচিত হয়েছেন। ১৬৪ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হামিদ উল্লাহ।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম, সহসভাপতি পদে কালবেলার ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলানিউজের স্টাফ রিপোর্টার মিনহাজুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে ডেইলি টাইমসের ব্যুরোপ্রধান আহসান হাবিবুল আলম নির্বাচিত হয়েছেন।

এর আগে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। ৪৪৫ জন সদস্যের মধ্যে ৩৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৯ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২১ জন প্রার্থী।

ছেলের সাফল্যে বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের কুতুবদিয়ায় সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, প্রবাসী গ্রেপ্তার

মিয়ানমারের সংঘাতে সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা