Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
নাসিরনগরে ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু। ছবি: সংগৃহীত
নাসিরনগরে ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় আহত রওশন মিয়া (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রওশন মিয়া ওই গ্রামের মৃত হীরন ফকিরের ছেলে। তিনি সাত সন্তানের বাবা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার ফুলপুর গ্রামে উড়িয়াইলে রওশন আলীর বাড়িতে ঢুকে ১০-১২ জনের একটি ডাকাত দল। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে সবাইকে বেঁধে ফেলে তারা। ডাকাতেরা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় রওশন আলী ও তাঁর স্ত্রী আছমা বেগম আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রওশন আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আজকের পত্রিকাকে আলম, ‘রওশন আলী নামে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত