Ajker Patrika

মিয়ানমারের সংঘাতে সীমান্তে স্পর্শকাতরতা বৃদ্ধি পেয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া বিজিবি ৬৪ ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
উখিয়া বিজিবি ৬৪ ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কয়েক বছর ধরে মিয়ানমারের ভেতরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বেড়েছে।

পরিস্থিতি বিবেচনায় সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এর পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়াতে বিজিবির এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।

আজ শনিবার বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে উখিয়া ৬৪ ব্যাটালিয়নের উদ্বোধন ঘোষণার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

একই সঙ্গে স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা এবং বিজিবির ডগ স্কোয়াড কে-৯ ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার, গাজীপুরের যাত্রা শুরু হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, ইয়াবা, ক্রিস্টাল মেথ বা আইসসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির ৬৪ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বিমানবাহিনী কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত