Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই কিশোরের গায়ে গরম পানি ঢেলে নির্যাতন, সেই কাউন্সিলর গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

দুই কিশোরের গায়ে গরম পানি ঢেলে নির্যাতন, সেই কাউন্সিলর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে হাত-পা বেঁধে, শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় হওয়ার পরপরই ওই এলাকার কাউন্সিলর আবদুস ছালামকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার সন্ধ্যায় ভুক্তভোগী এক কিশোরের দাদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামি হলেন—চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম (৪৮)। 

মামলার অপর আসামিরা হলেন—পৌরশহরের করাইয়াঘোনা গ্রামের মৃত আক্তার আহমদের ছেলে মোহাম্মদ ছাদেক (৩৫) ও পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ইদমণি কদ্দাচোরার কোনাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন মাঝি (৪০)। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। 

গত শনিবার সকাল ৬টার দিকে উপজেলার রামপুর মৌজার ৪ নম্বর হোল্ডার এলাকায় মৎস্য প্রজেক্টে দুই কিশোর নির্যাতনের ঘটনা ঘটে। 

মামলার এজাহার ও দুই কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভুক্তভোগী দুই কিশোর ইঞ্জিনচালিত বোটযোগে রিভার্জ ভাড়া নিয়ে রামপুর মৌজার ৪ নম্বর হোল্ডার এলাকায় কাউন্সিলর আবদুস ছালামের মৎস্য ঘেরে যায়। ঘেরের কর্মচারীদের নামিয়ে তারা দুজন বোটের মধ্যে ঘুমিয়ে পড়ে। এ সময় সকাল ছয়টার দিকে কাউন্সিলর আবদুস ছালামের মৎস্য প্রজেক্টের লোকজন দুই কিশোরকে ধরে নিয়ে যায়। 

পরে টাকা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে, কাউন্সিলর আবদুস ছালাম ও তাঁর মৎস্য প্রজেক্টের লোকজন মিলে দুই কিশোরকে কিল, লাথি ও ঘুষি মারতে থাকে। পরে কাউন্সিলর প্রজেক্টের কর্মচারীদের চুলায় গরম পানি দিতে নির্দেশ দেন। পরে দুজনের শরীরে চুলা থেকে ফুটন্ত গরম পানি ছুড়ে মারে। এতে উভয় কিশোরের হাত, বাহু, পিঠে ও পাঁজরসহ শরীরের অর্ধেক অংশ ঝলসে যায়। এ সময় দুই কিশোরের চিৎকার-কান্না করলে আশপাশের প্রজেক্টের লোকজন এগিয়ে তাদের উদ্ধার করে। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

এ বিষয়ে মামলার বাদী আবদুল কাদের বলেন, ‘এমনভাবে নির্যাতন করা হয়েছে, চোখে দেখলে কান্না চলে আসে। আমার নাতির পুরো শরীরে গরম পানি ঢেলে দেওয়ার কারণে ঝলসে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’ 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘দুই কিশোরের শরীরে গরম পানি ঢেলে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার এক কিশোরের দাদার করা মামলায় অন্যতম আসামি কাউন্সিলর আবদুস ছালামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।’

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ

অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব বেশি

টিসিবির পণ্যবঞ্চিত ১৬ হাজার পরিবার

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে আরও ৩৯ জন গ্রেপ্তার

গণপিটুনিতে দুই জামায়াত কর্মী নিহত: ৬ দিন পর আ.লীগ নেতা-কর্মীদের আসামি করে মামলা

ঈদের পোশাক কেনা হলো না শিশু আফরোজার, অটোচাপায় মৃত্যু

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা