Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে সহিংসতার আশঙ্কা করছি না: গোলাম দস্তগীর গাজী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে সহিংসতার আশঙ্কা করছি না: গোলাম দস্তগীর গাজী 

নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই অঞ্চলে বড় কিছু হয়নি। নির্বাচনের দিন পরিবেশ শান্ত থাকবে। সহিংসতা হবে বলে মনে করছি না।’

আজ রোববার দুপুরে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন নৌকার এই প্রার্থী।

সম্প্রতি নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ ও অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এটা খুব বড় কিছু মনে করছি না। এর জন্য সরকারের উচ্চ পর্যায়ে অবগত করারও প্রয়োজন নেই আমার। স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি ভরসা আছে। তারা হয়তো আসামিদের খুঁজে পাচ্ছে না। দ্রুতই অভিযুক্তরা আইনের আওতায় আসবে বলে বিশ্বাস রাখি।’

মানুষ তাঁর উন্নয়ন দেখে ভোট দেবে উল্লেখ করে নৌকার প্রার্থী বলেন, ‘পুরো রূপগঞ্জে অনেক উন্নয়নকাজ হয়েছে। মানুষ সেই উন্নয়ন দেখে ভোট দেবে। বিভিন্ন অলিগলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমন কোনো এলাকা নেই যেখানে আমাদের কাজ হয়নি। অনেকগুলো মেগা প্রকল্প চলমান রয়েছে। সেই কারণে প্রচার-প্রচারণায় অনেক সাড়া পাচ্ছি। সারা রূপগঞ্জেই সাড়া পাচ্ছি। যেখানেই যাই সেখানেই ব্যাপক জনসমাগম হয়ে থাকে। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী আমাদের সঙ্গে রয়েছে। সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে।’

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে

শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার

রায়পুরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত ২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

মেঘনায় বালু লুট বিএনপি নেতার, বিলীন কৃষিজমি

মেটাল কয়েন দিয়ে প্রতারণা, বিপুল অর্থসহ চক্রের চার সদস্য গ্রেপ্তার

ছিনতাইকারী সন্দেহে ধাওয়া, ৩ জনের বুড়িগঙ্গায় ঝাঁপ, পাড়ে উঠলে পিটুনিতে নিহত ১