Ajker Patrika

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিনিধি 
আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৬: ৫১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে, সদরঘাট ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়।

ছাত্র-অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে-হবে না। কেন করা হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদেরকে আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে রাজনীতি করতে দেবো না।’

রায়হান হাসান আরও বলেন, ‘আমরা এখানে জড়ো হয়েছি-আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যত দিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব।’

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের আমরা বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না। গুম-খুন সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরে আসতে দিতে চাই না। ইন্টেরিম সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই—আপনারা ভুলে যাবেন না, আপনার ওই ক্ষমতার চেয়ার আমার ভাইয়ের রক্তের ওপর বসে আছে। রক্তের সাথে বেইমানি করবেন না।’

রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু, দেশের শত্রু। সুতরাং যারা আওয়ামী লীগের গোলামি করতে চাইবে, তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত