Ajker Patrika

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।
ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল থেকে সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা-পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।
ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, ধানমন্ডি-৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা একটি মিছিল বের করার চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়।

এ সময় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারসহ (এসি) ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।
ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

এর আগে গত ৭ মার্চ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল নিয়ে বের হয় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। সে সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে ৩৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।
ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত