হোম > সারা দেশ > ঢাকা

মমতাজের পথসভার খিচুড়ি গেল শিশু পরিবারে, কর্মীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মমতাজ বেগমের পথসভা উপলক্ষে ভোটারদের জন্য মাংস-খিচুড়ি রান্না করায় এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পাঠানো হয়েছে শিশু পরিবারে। 

আজ বুধবার রাতে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় নৌকার কর্মী বাবুল হোসেন ভুট্টুকে এই জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই জরিমানা ও খাবার জব্দ করেন। 

আজ বুধবার রাতে আঙ্গারিয়া এলাকায় নৌকার প্রার্থী মমতাজ বেগমের একটি পথসভা হয়। এ উপলক্ষে বাবুল হোসেনের বাড়িতে কর্মী-সমর্থক ও ভোটারদের খাবারের জন্য খিচুড়ি আর মাংস রান্না করে প্যাকেট করা হচ্ছিল। এমন সময় ভ্রাম্যমাণ আদালত তাঁর বাড়িতে উপস্থিত হন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, নির্বাচনী আচরণবিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু বাবুল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার প্যাকেটগুলো জব্দ করে মানিকগঞ্জ শিশু পরিবারের কাছে পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সিংগাইর থানা-পুলিশ উপপরিদর্শক শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ছুটিতে স্কুলের মাঠে শতাধিক কলাগাছ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টা, মায়ের সহকর্মী আটক

দত্তক দেওয়া সন্তানকে দেখতে গিয়ে ৪ শিশু অপহরণ, গ্রেপ্তার ৫

ঢাবিতে কাল থেকে যান চলাচলে আবার কড়াকড়ি

‘মদ্যপ অবস্থায়’ থানায় ঢুকে গালি: যুবদলের সেই দুই নেতাকে বহিষ্কার

ওসিসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা