Ajker Patrika

ঢাবিতে কাল থেকে যান চলাচলে আবার কড়াকড়ি

ঢাবি সংবাদদাতা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২১: ২৪
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সোমবার থেকে যান চলাচল আবার নিয়ন্ত্রণ করা শুরু হবে। বইমেলা এবং রমজান উপলক্ষে গত দুই মাস যান চলাচল শিথিল থাকার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বইমেলা এবং রমজানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ আগামীকাল সোমবার শুরু হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বেলা ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ চলবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত ক্যাম্পাসের ভেতরে অন্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।

সেই সঙ্গে অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি না, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে আগেই সাধুবাদ জানিয়েছে। তবে কোনো একটি বিষয়ে সবার একমত না হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে বৃহত্তর স্বার্থকেই আমরা প্রাধান্য দেব।’

এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের এ সিদ্ধান্ত গ্রহণ করে। এ বছরের ফেব্রুয়ারির শুরু থেকে একুশে বইমেলা উপলক্ষে এটি শিথিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত