হোম > সারা দেশ > ঢাকা

পি কে হালদারের তিন সহযোগীর ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            

পি কে হালদার। ফাইল ছবি

আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের তিন সহযোগীর ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মধ্যে মো. সিদ্দিকুর রহমানের নামে ১১টি, মাহফুজা রহমান বেবীর নামে চারটি ও অনিতা করের নামে ৬টি ব্যাংক হিসাব রয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।/

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের উপসহকারী পরিচালক সাবরিনা জামান ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণ আবেদন যাচাই-বাছাই ছাড়াই কোনো মর্টগেজ গ্রহণ ব্যতীত কাগুজে প্রতিষ্ঠান সন্দীপ করপোরেশনের প্রপাইটর স্বপন কুমার মিস্ত্রিকে ভুয়া ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন পি কে হালদার ও তাঁর সহযোগীরা। বেনিফিশিয়ারির এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪০ কোটি টাকা উত্তোলন করেন এবং পরবর্তীতে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যক্তির হিসাবে এসব অর্থ স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করেন বলে প্রাথমিক অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে।

এ কারণে প্রশান্ত কুমার হালদার এবং স্বপন কুমার মিস্ত্রিসহ ২০ জনের বিরুদ্ধে ২০২২ সালের ৩ মার্চ মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, মাহফুজা রহমান বেবী ও অনিতা কর কর্তৃক কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তা আত্মসাৎপূর্বক অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন।

আবেদনে আরও বলা হয়—পি কে হালদার ইতিমধ্যে ভারতে আটক রয়েছেন বলে জানা যায়। তার সহযোগীরা দেশে বিভিন্ন ব্যাংক থেকে এসব অর্থ উত্তোলন করার চেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা যায়। এসব অর্থ উত্তোলন করতে পারলে তারা গোপনে দেশত্যাগ করতে পারেন।

বকেয়া বেতনের দাবিতে রেলভবনে অবস্থান নিয়েছে টিএলআর শ্রমিকেরা

রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

মেট্রোরেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে কর্মবিরতিতে মেট্রোরেল কর্মীরা

ঢাকার রাস্তায় বৈধতা পাচ্ছে ব্যাটারি রিকশা

খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি

গায়ের জোরে ভবন সরকারি কলোনিতে

হত্যাচেষ্টা-ডাকাতিসহ ৮ মামলার আসামি কিশোর গ্যাং নেতা ফরহাদ গ্রেপ্তার

ঢাকায় রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় কার্যালয় মারামারি