Ajker Patrika

এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে বেবিচক কর্মীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
বিমানবন্দরে সড়ক অবরোধ করে বেবিচক কর্মীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বিমানবন্দরে সড়ক অবরোধ করে বেবিচক কর্মীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে রাজধানীর বিমানবন্দরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা ‘দখলদার হটাও, সিভিল অ্যাভিয়েশন বাঁচাও’সহ নানা স্লোগান দেন।

বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। সেই সঙ্গে ছয় দফা দাবিও জানানো হয়।

পরে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় এক পাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। তখন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমানবন্দর থানা-পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন আসার অনুরোধ জানান।

পরে সড়ক ছেড়ে সিভিল অ্যাভিয়েশন বিক্ষোভ করতে থাকেন, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।

বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা হচ্ছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, তরে এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

কর্মচারীদের ছয় দফা দাবি হলো—

প্রথমত, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

দ্বিতীয়ত, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

চতুর্থত, ২০১৬ সালে চালুকৃত ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য একটি সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

পঞ্চমত, ১০ সদস্যের বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

ষষ্ঠত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আমরা এমন কোনো সিদ্ধান্ত নিইনি। এমন কোনো কিছু মন্ত্রণালয়ে দিইনি। আপনারা ভুল শুনেছেন।’

তিনি বলেন, ‘আমরা আজই রিজয়েন্ডার দিয়ে দিচ্ছি। রিজয়েন্ডারে আপনারা পেয়ে যাবেন, আমরা সিভিল অ্যাভিয়েশনের নতুন কোনো ফোর্স গঠনের সিদ্ধান্ত নেই নিই।’

মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, ‘আপনারা যে আজ আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, মানুষের দুর্ভোগ করেছেন। সেটা ভবিষ্যতে আর করবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত