Ajker Patrika

হত্যাচেষ্টা-ডাকাতিসহ ৮ মামলার আসামি কিশোর গ্যাং নেতা ফরহাদ গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
কিশোর গ্যাং নেতা মো. ফরহাদ দেওয়ান। ছবি: সংগৃহীত
কিশোর গ্যাং নেতা মো. ফরহাদ দেওয়ান। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে কিশোর গ্যাং নেতা, ডাকাতি, চাঁদাবাজ এবং হত্যাচেষ্টাসহ মামলার আসামি মো. ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

উত্তরার হজ্বক্যাম্প আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা রোববার (১৬ মার্চ) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তারা জানান, দক্ষিণখানের পেয়ারা বাগান এলাকা থেকে রোববার ভোরে কিশোর গ্যাং নেতা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকালে তার কাছ থেকে ২টি ধারালো চাকু, ৬৯টি মোবাইল সিম, ৭৯টি মেমোরি কার্ড, ১৬টি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ফরহাদ দেওয়ান দক্ষিণখানের শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইয় ও হত্যা চেষ্টাসহ ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে দক্ষিণখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারা আরও জানান, ২০২৪ সালের ৯ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী। পরে সে জামিনে মুক্তি পেয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে গত ১০ জানুয়ারি হত্যা চেষ্টা ও ডাকাতি মামলা হয়।

অপরদিকে ডিএমপির দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণখানের মাঝিবাড়ি থেকে শ্যামল নামের এক যুবককে কোপাইতে কোপাইতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনের অফিস পর্যন্ত নিয়ে গিয়েছিল ফরহাদ দেওয়ান। ওই ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে গত ১০ জানুয়ারি একটি মামলা হয়েছে। ওই মামলার এজাহার নামীয় আসামি ফরহাদ।

তিনি জানান, ফরহাদ দেওয়ানও স্বেচ্ছাসেবক দল করেন। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত