হোম > সারা দেশ > ঢাকা

বাস ভাড়া বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করবে বাস। তবে এবার নতুন করে আর ভাড়া বাড়ানো হবে না। আগের ভাড়াতেই চলবে গণপরিবহন। 

আজ বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস মালিক ও বিআরটিএর বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। 

নূর মোহাম্মদ মজুমদার বলেন, গণপরিবহনের চালক সহকারী সকলকে মাস্ক পরিধান করতে হবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে বাসের ভাড়া বাড়ানো হবে না। আমরা বাসের ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছি না। অর্ধেক যাত্রী নিলে বাসের ভাড়া বাড়ানো হবে না এমন নির্দেশনা কেবিনেট থেকে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া বাস মালিকসহ অন্যান্য সদস্যরা বলেছেন, সব অফিস-আদালত খোলা রেখে যদি অর্ধেক যাত্রী বহন করা হয় তাহলে পরিবহনের সংকট দেখা দেবে, যাত্রীরাও ভোগান্তিতে পড়বে। এসব বিবেচনা করে পরিবহন মালিকের দাবি জানিয়েছেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে যত সিট তত যাত্রী নেওয়ার। সে ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়বে না। তা ছাড়া অনেক পরিবহন শ্রমিক এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেনি। তাঁদের দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাঁদের দাবিগুলো আমরা সরকারের কাছে জানাব সরকার বিবেচনা করবে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের অনুরোধ, আমরা সব সিটে যাত্রী নিয়ে বাস চালাতে চাই। বাসের সকল শ্রমিকেরা যেন ভ্যাকসিনেশনের আওতায় আসে সে বিষয়টিও নজর দিতে হবে। শ্রমিকেরা যেন লাইসেন্স নিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিতে পারে। তবে অর্ধেক যাত্রী নিয়ে ভাড়া বাড়াতে চাই না। জনগণের রোষানলে পড়তে চাই না। 

গত সোমবার জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ রোধে ১১ দফার বিধিনিষেধ আরোপ করা হয়। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। সেখানে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়। 

তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকেরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে আজ (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ। 

মেট্রোরেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে কর্মবিরতিতে মেট্রোরেল কর্মীরা

ঢাকার রাস্তায় বৈধতা পাচ্ছে ব্যাটারি রিকশা

খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি

গায়ের জোরে ভবন সরকারি কলোনিতে

হত্যাচেষ্টা-ডাকাতিসহ ৮ মামলার আসামি কিশোর গ্যাং নেতা ফরহাদ গ্রেপ্তার

ঢাকায় রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় কার্যালয় মারামারি

নিষিদ্ধ হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এনসিটিবির চেয়ারম্যান ইউসুফ ফারুক নিহত