Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

বেনাপোল (যশোর) ও শেরপুর প্রতিনিধি

ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা আছে। 

আজ বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা কর্মী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার হন তিনি। 

চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানা ও রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ঘটনায় অন্তত পাঁচটি হত্যা মামলা রয়েছে। তিনি দুই দফায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। 

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার। 

ওসি বলেন, আওয়ামী লীগ নেতাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে শেরপুর থানায় সোপর্দ করা হবে। 

শেরপুর পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম সন্ধ্যায় জানান, চন্দন কুমার পালের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মামলা আছে। এজন্য তাঁকে নিয়ে আসতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ

বাগেরহাটে রমজানে বেগুনে আগুন, ছোলা-খেজুর-চিনিতে স্বস্তি

খুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মা

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক