ক্যানসারের কষ্ট সইতে না পেরে যশোরের বাঘারপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবিরন নেছা (৪০) নামের এক নারী। রোববার সকালে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত আবিরন নেছা উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত বজলে খানের মেয়ে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, নিহত আবিরন নেছা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। প্রায় সময়ই তিনি শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করতেন এবং বিছানায় শুয়ে কাতরাতেন। অবশেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে সকালে পরিবারের লোকজনের অগোচরে ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। কোনো অভিযোগ না থাকায় লাশটি ধর্মীয় রীতিমতো দাফনের অনুমতি দেওয়া হয়েছে।