Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে একই নারীর ২টি জাতীয় পরিচয়পত্র, কর্তৃপক্ষ বলছে শাস্তিযোগ্য অপরাধ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে একই নারীর ২টি জাতীয় পরিচয়পত্র, কর্তৃপক্ষ বলছে শাস্তিযোগ্য অপরাধ

মেহেরপুরে একই নারীর দুটি জাতীয় পরিচয়পত্রের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। দ্বিতীয় স্বামীর পেনশনের টাকা তুলতে নাম-ঠিকানা-বয়স গোপন করে দ্বিতীয় দফায় জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সাত বছর পর দ্বিতীয় স্বামীর দ্বিতীয় ছেলে ঘটনাটি নির্বাচন অফিস কর্তৃপক্ষকে জানালে বিষয়টি ধরা পড়ে। 

এ ঘটনায় নির্বাচন অফিস কর্তৃপক্ষ জানান, এটি দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল আইনে মামলা করার প্রস্তুতি চলছে। 

অভিযুক্ত ওই নারীর নাম নাজমা খাতুন। 

স্থানীয়রা এবং তাঁর পরিবার সূত্রে জানা যায়, তাঁর প্রকৃত পরিচয়পত্র হচ্ছে—মোছা. নাজমা খাতুন, পিতা ইনছান আলী, মাতা বেলী খাতুন, স্বামী আব্দুস সালাম। জন্ম তারিখ ২৮ মে ১৯৮৫ সাল। ভোটার নম্বর-৪১৯৬১৫৫৩২১। বাড়ি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গোপালপুর গ্রাম। 

পরে তিনি মোছা. মনোয়ারা বেগম, পিতা ইনছান আলী, মাতা মোছা বেলী খাতুন, স্বামী মো. আইয়ুব হোসেন, জন্ম তারিখ ৫ মে ১৯৫৭। জাতীয় পরিচয়পত্র নম্বর-৪১৭২৬৬৯০৭১। বাড়ি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গোভীপুর গ্রাম মহাজেরপাড়া তথ্য উল্লেখ করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র উত্তোলন করেন। 

দুটি জাতীয় পরিচয়পত্রে মাতা-পিতার নাম একই রেখে নিজের নাম, স্বামীর নাম, জন্ম তারিখ ও ঠিকানা পরিবর্তন করেছেন। 

স্থানীয়রা জানান, নাজমার প্রকৃত বয়স ৩৭-৩৮ হলেও দ্বিতীয় পরিচয়পত্রে ৬৪ বছর বয়স দেখানো হয়েছে। 

অভিযুক্ত নাজমা বেগম জানান, প্রথম স্বামী আব্দুস সালামের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর দ্বিতীয় বিয়ে করার আগে তিনি মনোয়ারা বেগম সেজে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করেন। 

জানা যায়, দ্বিতীয় স্বামী আইয়ুব হোসেন সেনাবাহিনীতে চাকরি করতেন। ২০১৯ সালের ১৭ এপ্রিল আইয়ুব হোসেন মারা যান। এরপর মনোয়ারা বেগম নামে একই সালের ৩০ মে চট্টগ্রাম সেনানিবাসে পেনশন সুবিধা ভোগ করার জন্য আবেদন করেন। মূলত স্বামীর পেনশন ও রেশনসুবিধা ভোগ করার জন্য তিনি দ্বিতীয় পরিচয়পত্রটি তৈরি করেন বলে অভিযোগ উঠেছে। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সালে হালনাগাদের সময় তিনি মনোয়ারা বেগম হিসেবে আবেদন করেন। কিন্তু নিকাহনামা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ ডিসেম্বর তিনি দ্বিতীয় বিয়ে করেন। ফলে বিয়ের পর পরিকল্পিত কারণেই তিনি প্রকৃত তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র উত্তোলন করেন। 

নির্বাচন অফিস জানায়, পরে দ্বিতীয় স্বামী আইয়ুব হোসেনের প্রথম পক্ষের দ্বিতীয় সন্তান আনোয়ার হোসেন বিষয়টি উল্লেখ করে উপজেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ করলে তা সামনে আসে। 
 
এ বিষয়ে অভিযুক্ত নাজমা খাতুন বলেন, দ্বিতীয় স্বামী আইয়ুব হোসেন বেঁচে থাকাকালীন মনোয়ারা বেগম নামের পরিচয়পত্রটি করে দিয়েছেন। ওই স্বামীর পেনশনসহ সবকিছুতে মনোয়ারা বেগম নামের পরিচয়পত্রটিই দেওয়া আছে। সে কারণে নাজমা খাতুন নামের পরিচয়পত্রটি বাতিলের আবেদন করেছি। ফলে এটাই আমার প্রকৃত পরিচয়পত্র হিসেবে গণ্য করা হোক। 

একই ব্যক্তির দুই জাতীয় পরিচয়পত্র সম্পর্কে মেহেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবীর আহমেদ জানান, নাজমা খাতুন ও মনোয়ারা বেগম নামে দুটি জাতীয় পরিচয়পত্র করা ব্যক্তি একজনই। নাজমা খাতুন নামের জাতীয় পরিচয়পত্রটি অনেক আগে করা হয়েছে এবং মনোয়ারা বেগম নামেরটি পরে করা হয়েছে, যা প্রতারণার শামিল। 

নির্বাচন কর্মকর্তা আরও জানান, ঘটনা জানাজানি হলে তিনি নাজমা খাতুন নামের পরিচয়পত্রটি বাতিল করার জন্য আবেদন করেন এবং দুটি জাতীয় পরিচয়পত্র করেছেন মর্মে স্বীকার করেছেন। সেই হিসাবে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি উপজেলা কমিটিকে জানানো হয়েছে। কমিটি পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ছাড়া তাঁর প্রথম পরিচয়পত্রটিই বলবৎ থাকবে। ভুয়া তথ্য দিয়ে করা দ্বিতীয় জাতীয় পরিচয়পত্রটি বাতিল হবে। 

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট