Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ভারতে পাচারের চেষ্টাকালে ৪৩ স্বর্ণের বার জব্দ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের চেষ্টাকালে ৪৩ স্বর্ণের বার জব্দ 

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজির বেশি ওজনের ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার অগ্র ভূলোট সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

ঘটনার সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের চিনতে পেরেছেন বিজিবির সদস্যরা। তাঁরা হলেন শার্শা উপজেলার পাঁচ ভূলোট এলাকার মীজানের ছেলে আব্দুল্লাহ এবং একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপন।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার অগ্র ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে ধাওয়া করা হয়। এ সময় তাঁদের মধ্য থেকে একজনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে ভারত সীমান্তে পালিয়ে যান। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা।

তানভীর রহমান আরও বলেন, একের পর এক স্বর্ণের চালান আটক করা হলেও সীমান্ত দিয়ে চোরাচালান থাবছে না। তবে স্বর্ণ ব্যবসায়ী ও পাচারকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।

সুন্দরবনে ফের বেড়েছে বনদস্যুদের উৎপাত

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

কমিশন বাড়ানোর দাবিতে কুয়েটের দুই প্রকৌশলীকে মারধরের হুমকি ঠিকাদার বিএনপি নেতার

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ