কুষ্টিয়ায় ছুরি দিয়ে নিজের গলা কেটে খন্দকার মাহে আলম (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
মাহে আলমের ছোট ভাই শাহিনুর রহমান বলেন, ‘আমার ভাই আগে হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। সাত-আট বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। সব সময় বাড়িতেই থাকতেন। অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করতেন। আজ ভোরে তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।