Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ভারতীয় বনরক্ষীরা নৌকা কেড়ে নিয়েছেন, হেঁটে ফেরার পথে বাঘের পেটে মৌয়াল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

ভারতীয় বনরক্ষীরা নৌকা কেড়ে নিয়েছেন, হেঁটে ফেরার পথে বাঘের পেটে মৌয়াল

পশ্চিম সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে নেছার আলী মন্টু (৫৫) নামের এক মৌয়ালকে বাঘ ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। গত বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বঙ্গোপসাগরের তীরবর্তী তালপট্টি এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান তাঁর সহযোগীরা। নেছার আলী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মো. সাবুত আলীর ছেলে।

নেছার আলী মৌয়ালের সহযোগী নজরুল ইসলাম ও এমদাদ মিস্ত্রিসহ অন্যরা জানান, বন বিভাগের পাস (অনুমতি) নিয়ে ১ এপ্রিল তাঁরা সুন্দরবনে যান। সীমান্তবর্তী সুন্দরবনের বাংলাদেশ অংশে মধু সংগ্রহের সময় গত ১৬ এপ্রিল ভারতীয় বনরক্ষীরা তাঁদের নৌকা নিয়ে যায়। এ সময় তাঁদের দলে থাকা ১১ জন মৌয়াল হেঁটে বাড়ির পথ ধরেন। পথে ১৯ এপ্রিল দুপুরের দিকে নেছার আলী অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে একটি গাছের মধ্যে রেখে অন্যরা পাশের নদীতে নৌকা খুঁজতে যান। ফিরে এসে আর নেছারকে তাঁরা পাননি। তাঁদের ধারণা, একা পেয়ে বাঘ এসে নেছারকে নিয়ে গেছে। পরে আশপাশের গহিন বনের মধ্যে তল্লাশি করেও সন্ধান না পেয়ে সহযোগীরা আজ শনিবার সবাই বাড়িতে ফিরে আসেন।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের ইনচার্জ মো. নুরুল আলম জানান, এক মৌয়ালকে বাঘে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁর সহযোগীরা। তবে ঘটনাস্থল অনেক দূরবর্তী এবং বিষয়টি তিন দিন আগের হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। বন আইনে তিনি আর্থিক সুবিধা পাবেন কি না, পরবর্তীতে সময়ে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে।

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট