হোম > সারা দেশ > খুলনা

দোকানে ঝুলছিল ব্যবসায়ীর লাশ, পরিবারের দাবি পরকীয়ার জেরে আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৬: ০১
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকানের ভেতর থেকে এক চা-বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, পরকীয়ার জেরে শামীম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া ক্লিকমোড়ে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন (৩৫) একই গ্রামের মৃত আলাউদ্দিন হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত থেকে পরিবারের লোকজন শামীমকে খুঁজে পাচ্ছিলেন না। আজ সকালে ছেলে চায়ের দোকানে যায়। দোকান খুলে ভেতরে বাঁশের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের স্ত্রী নিলুফা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁর স্বামী সব সময় বিষাদগ্রস্ত থাকতেন। স্ত্রীর দাবি ওই নারীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তাঁর স্বামী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, একজন চা-বিক্রেতার লাশ তাঁর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ছাত্রলীগে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পর ইউপি কার্যালয়ে তালা দিল ছাত্রদল

১৫ মিনিটে ১৮ লাখ টাকার টায়ার চুরির মামলায় ১৫ দিনেও অগ্রগতি নেই

নড়াইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সুন্দরবনে কমছে পর্যটক, অবকাঠামো উন্নয়ন দাবি