Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বেতন-বোনাস না পেলে জমছে না ঈদবাজার

মাগুরা প্রতিনিধি

বেতন-বোনাস না পেলে জমছে না ঈদবাজার

মাগুরা শহরের বেবী প্লাজা মার্কেটে স্ত্রীর জন্য শাড়ি দেখতে এসেছেন স্কুলশিক্ষক নাজমুল হোসেন। ছুটির দিনে সকাল থেকে বিভিন্ন দোকান ঘুরে পোশাকের দাম শুনে বাড়ি ফিরছেন। এ সময় কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘জামা কাপড়ের দাম শুনতে এসেছি। এবার মনে হচ্ছে দাম বেশি। সবার জন্য হয়তো ঈদে কেনা হবে না। এখনো বেতন-বোনাস পাইনি। পেলে কিছু জামাকাপড় কিনতে পারব।’ 

নাজমুল হোসেন বলেন, ‘এবার শাড়ির দাম অত্যধিক। পাঞ্জাবির দামও লাগামছাড়া। বাচ্চাদের জামার দামও বেশি দেখলাম।’ 

ঈদের সপ্তাহখানেক বাকি থাকলেও মাগুরায় জমেনি ঈদের কেনাকাটা। শহরের বড় শপিং মল থেকে শুরু করে ছোট দোকানেও তেমন ক্রেতা নেই বলে বিক্রেতারা চেয়ে আছেন বাকি দিনগুলোর অপেক্ষায়। 

শহরের বেবি প্লাজার কাপড় ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, ঈদের ১০ দিন বাকি। তবে কেনাকাটা জমেনি। বেশির ভাগ মানুষ কাপড় দেখে দাম শুনে চলে যাচ্ছেন। বেতন-বোনাসের ওপর নির্ভর করা ক্রেতাই বেশি। মাস শেষ হলে হয়তো ক্রেতারা অনেকে ভিড় করবে। 

পাঞ্জাবির চাহিদা বেশি বলে জানান বিক্রেতা মাসুদ পারভেজ। তবে এবার ভালো মানের পাঞ্জাবির দাম ১ হাজার ৫০০ টাকার নিচে নেই। গতবার একই পাঞ্জাবির দাম ছিল ১ হাজার ২০০ টাকা মতো। 

শহরের বেশ কয়েকটি কাপড়ের দোকান ঘুরে দেখা গেছে, মেয়েদের থ্রি-পিসের চাহিদা বেশি রয়েছে। তবে দেশি থ্রি-পিসের দাম এবার বেশি বললেন রেশমি নামে এক ক্রেতা। 

রেশমি বলেন, ভালো মানের থ্রি-পিসের দাম আকাশ ছোঁয়া, ৩ হাজার ৫০০ টাকার নিচে নেই। অথচ একই থ্রি-পিস যশোর মার্কেটগুলোই ২ হাজার টাকার ভেতরে কেনা যায়। 

অপরদিকে দেশি শাড়ির চাহিদা এবার বেড়েছে বলে জানালেন বিক্রেতা রওনোক হোসেন। বিশেষ করে প্রিন্টের শাড়ির চাহিদা এবার ঈদে বেশি লক্ষ করছেন বিক্রেতারা। তবে এ শাড়ি মানভেদে ২ হাজার থেকে ১৫ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে। 

মাগুরা কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মসিউর রহমান রিপন বলেন, এখনো ঈদের বাজার জমেনি। অনেকে বেতন-বোনাস পাবেন, তখন ভিড় হবে। তবে এবার কাপড়ের দাম পাইকারি হিসেবে অনেক বেশি। ফলে খুচরা বিক্রি করতে হচ্ছে সামান্য লাভ রেখে। অনেকের আর্থিক অবস্থা তেমন ভালো নয় বলে কেনাকাটা করতে আসছেন না। এ রকম চললে ব্যবসায়ীরা বেশ বিপদে পড়বেন।

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট