আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজশাহীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর ভদ্রা এলাকায় আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, বাংলাদেশে এখন সম্পূর্ণভাবে গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র রক্ষা করতে হলে ভোট বর্জন করতে হবে। এই নির্বাচন দেশবাসী মানে না। তিনি সাধারণ মানুষকেও নির্বাচন বর্জনের আহ্বান জানান।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, সদস্য আলাউদ্দিন, নারী নেত্রী গুলশান আরা মমতা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি প্রমুখ।