Ajker Patrika

ঈশ্বরদীতে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি 
আপডেট : ২০ মার্চ ২০২৫, ২০: ০১
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের ঢুলটি বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান। ছবি: আজকের পত্রিকা

নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩০), তাঁর স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১৮) ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা (২৫)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদী থেকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। ঢুলটি বহরপুর এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ ঘটনা আরও দুজন গুরুতর আহত হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত