Ajker Patrika

বাঘায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি, আহত ৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
বাঘায় বাউসা ইউনিয়ন জামায়াতের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
বাঘায় বাউসা ইউনিয়ন জামায়াতের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

টিসিবি, ভিজিডি কার্ড-বাণিজ্যের প্রতিবাদে রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামী মানববন্ধন করেছে। পরে একই স্থানে প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁদের হামলায় চার-পাঁচজন আহত হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের নেতারা।

আজ বৃহস্পতিবার উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে পাল্টাপাল্টি এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়রা জানান, জামায়াতসহ বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের বাদ দিয়ে পদধারী নেতারা একতরফাভাবে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার কারণে এ মতবিরোধ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আজ বেলা ১১টায় উপজেলার বাউসা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী টিসিবি, ভিজিডি কার্ড-বাণিজ্য, তথ্যসেবা কেন্দ্রের চাঁদাবাজিসহ সকল প্রকার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে। এতে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি সামশুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।

এ ছাড়া উপজেলা কমিটির সেক্রেটারি শিক্ষক ইউনুস আলী, ইউনিয়ন যুব কমিটির সভাপতি মইিদুল ইসলাম, ওয়ার্ড কমিটির সভাপতি মিজানুর রহমান শিল্পী, ছাত্রশিবিরের উত্তর সাথী শাখার সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে একই স্থানে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শিক্ষক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা জামায়াতের মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেন। এ সময় ‘মানববন্ধন’ ষড়যন্ত্র বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মজিবর রহমান বলেন, ‘৫ আগস্টের পর ইউনিয়নে টিসিবি, ভিজিডি কার্ডসহ সুবিধাভোগীদের কাছ থেকে তথ্যসেবা কেন্দ্রে সুবিধার নামে চাঁদাবাজি করা হয়েছে। এসব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শিক্ষক নাসির উদ্দীন তাঁদের সমর্থিত লোকজন নিয়ে উসকানিমূলক স্লোগান দেন। গোলযোগ এড়াতে মানববন্ধন কর্মসূচি সংক্ষেপ করে নেতা-কর্মীদের চলে যেতে বলি। এ সময় বাউসাবাজার পার হয়ে পূর্ব দিকে চলে যাওয়ার সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পেছন থেকে স্লোগান দিতে দিতে জামায়াতের নেতা-কর্মীদের হাতে থাকা ফেস্টুন-ব্যানার কেড়ে নিয়ে মারধর করেন। এতে আব্দুর রহমান (২২), সৌরভ আলী (২০), আবু তাহের (৩৩) হোসেন (৩৪) আহত হয়। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

অপর দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, ‘সরকারি সুবিধার বিষয়াদি নিয়ে জামায়াতের লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করে কাজ করা হচ্ছে। এর পরেও তারা মানববন্ধনের আয়োজন করে। তাদের মানববন্ধন করতে নিষেধ করলেও শোনেনি। এ নিয়ে জনগণ মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করেছে।’

বাউসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বলেন, ‘সবেমাত্র দায়িত্ব পেয়েছি। এরই মধ্যে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা সত্য নয়। তবে সবাইকে মাথায় রাখতে হবে, আমি চাইলেই একা সবকিছু ভাগ-বণ্টন করতে পারব না। সবাইকে নিয়েই বণ্টন করতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত