Ajker Patrika

সিলেট উইমেন চেম্বারের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সিলেট উইমেন চেম্বারের কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত পত্রে এই আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘পরশু (মঙ্গলবার) বিকেলে চিঠি এসেছে। বুধবার দায়িত্ব গ্রহণ করেছি। আমাকে নির্বাচনের জন্য ১২০ দিন সময় দেওয়া হয়েছে। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারব।’

অফিস আদেশে বলায়, ‘সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর জবাবে বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি। যেহেতু সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদ ভোটার তালিকা যথাযথভাবে প্রকাশ ও প্রচার করেননি, চেম্বারে বিভিন্ন ক্যাটাগরির সদস্যসংখ্যার অনুপাতে নগণ্য সংখ্যক সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, নির্বাচনী বোর্ড গঠন ও নির্বাচন আপিল বোর্ড গঠনের ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব পরিলক্ষিত হয়েছে।’

আদেশে কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের নির্দেশনা দিয়ে বলা হয়, ‘সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক সরকার অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিলেটকে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করত নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে আদালতের রায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত