নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ঘোড়া জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন এক ব্যবসায়ী। অপ্রচলিত এই মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় তিনি ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন।
আগের দিন গতকাল বুধবার সন্ধ্যায় নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেন স্থানীয় মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম। তিনি ৩০০ টাকা কেজি দরে স্থানীয় বাসিন্দাদের কাছে ওই মাংস বিক্রি করেন। ফরমারজুল আজ আরও কয়েকটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
ফরমারজুল ইসলাম বলেন, ‘অন্য এক জেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর দেখে আমিও বুধবার তিনটি জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি। এটা আইনবিরোধী কি না, জানি না। পরে ইউএনও স্যার এসে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করতে নিষেধ করেন।’
ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সনদ নেননি। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, তা নিশ্চিত হতে সনদ নিতে হয়। কিন্তু মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম ঘোড়া জবাইয়ের কোনো সনদ নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।’
নাটোরের নলডাঙ্গায় ঘোড়া জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন এক ব্যবসায়ী। অপ্রচলিত এই মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় তিনি ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন।
আগের দিন গতকাল বুধবার সন্ধ্যায় নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেন স্থানীয় মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম। তিনি ৩০০ টাকা কেজি দরে স্থানীয় বাসিন্দাদের কাছে ওই মাংস বিক্রি করেন। ফরমারজুল আজ আরও কয়েকটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
ফরমারজুল ইসলাম বলেন, ‘অন্য এক জেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর দেখে আমিও বুধবার তিনটি জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি। এটা আইনবিরোধী কি না, জানি না। পরে ইউএনও স্যার এসে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করতে নিষেধ করেন।’
ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সনদ নেননি। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, তা নিশ্চিত হতে সনদ নিতে হয়। কিন্তু মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম ঘোড়া জবাইয়ের কোনো সনদ নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।’
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম নগরে ব্যানার টাঙানো নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হন। নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ সংঘর্ষ ঘটে।
২৯ মিনিট আগেকুষ্টিয়ার মিরপুরে গরুবোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
৩৬ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সোনাহাট স্থলবন্দর সড়কের বঙ্গসোনাহাট ইউনিয়নের লক্ষ্মী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফাতেমা বেগম (৭০)। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।
৩৬ মিনিট আগেখুলনা মহানগরীতে সশস্ত্র মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে একদল সন্ত্রাসী ৮-১০টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। তারা নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ এবং পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে পিস্তলের তিনটি গুলির খোসা পড়ে থাকতে দেখা..
১ ঘণ্টা আগে