বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের একটি বাসা থেকে মাদকসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা জব্দ করা হয় বলে পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছে।
তবে মাদক জব্দের তালিকায় সাক্ষী হিসেবে নাম থাকা তিন ব্যক্তির মধ্যে দুজন এজাহারে উল্লেখ করা পরিমাণের সঙ্গে একমত নন। তাঁরা বলছেন, মাদকের পরিমাণ আরও বেশি ছিল। অপর সাক্ষী পুলিশ কনস্টেবল বলছেন, তিনি সে সময় উপস্থিত ছিলেন না।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ৪টার দিকে বগুড়া শহরের নারুলী কৃষি ফার্মের পশ্চিম পাশের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই বাসায় ভাড়ায় থাকা রিজু ও তাঁর স্ত্রী রওশন আরাকে আটক করা হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে রিজু ও রওশন আরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তাঁর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের দুজন শামিনুর ইসলাম জুয়েল ও জিন্না প্রামাণিক বলেন, তাঁদের সামনে ফেনসিডিলের বোতল গণনা করা হয়নি। তবে বস্তার ওজন দেখে অনুমান করা যায়, সেখানে কমপক্ষে ২০০ বোতল ফেনসিডিল ছিল। এ ছাড়া গাঁজা ছিল অন্তত ৮ থেকে ১০ কেজি।
আরেক সাক্ষী অভিযানে যাওয়া পুলিশের পিকআপ ভ্যানচালক কনস্টেবল মাসুম বিল্লাহ বলেন, ‘আমি বাইরে ছিলাম। ঘরের মধ্যে কী পরিমাণ ফেনসিডিল, গাঁজা পাওয়া গেছে, তা আমার জানা নেই।’
যদিও এজাহারে বলা হয়েছে, উল্লিখিত তিনজন সাক্ষীর উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ফেনসিডিল গণনা করে ২০ বোতল এবং সঙ্গে থাকা পরিমাপক যন্ত্র দিয়ে মেপে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
মামলার বাদী এসআই মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, সাক্ষীদের সামনে ফেনসিডিল ও গাঁজা জব্দ করার পর ভিডিও করে রাখা হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘মামলায় যা লেখা হয়েছে, এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। ফেনসিডিল ও গাঁজা জব্দের সময় সদর থানার পুলিশের সঙ্গে নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।’
এদিকে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক বলেন, ‘নারুলী পুলিশ ফাঁড়ির কেউ ওই অভিযানে ছিলেন না। এমনকি ভোররাতে নারুলী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা জব্দের বিষয়টি আমি নিজেও জানি না।’
বগুড়া শহরের একটি বাসা থেকে মাদকসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা জব্দ করা হয় বলে পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছে।
তবে মাদক জব্দের তালিকায় সাক্ষী হিসেবে নাম থাকা তিন ব্যক্তির মধ্যে দুজন এজাহারে উল্লেখ করা পরিমাণের সঙ্গে একমত নন। তাঁরা বলছেন, মাদকের পরিমাণ আরও বেশি ছিল। অপর সাক্ষী পুলিশ কনস্টেবল বলছেন, তিনি সে সময় উপস্থিত ছিলেন না।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত ৪টার দিকে বগুড়া শহরের নারুলী কৃষি ফার্মের পশ্চিম পাশের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই বাসায় ভাড়ায় থাকা রিজু ও তাঁর স্ত্রী রওশন আরাকে আটক করা হয়।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে রিজু ও রওশন আরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তাঁর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের দুজন শামিনুর ইসলাম জুয়েল ও জিন্না প্রামাণিক বলেন, তাঁদের সামনে ফেনসিডিলের বোতল গণনা করা হয়নি। তবে বস্তার ওজন দেখে অনুমান করা যায়, সেখানে কমপক্ষে ২০০ বোতল ফেনসিডিল ছিল। এ ছাড়া গাঁজা ছিল অন্তত ৮ থেকে ১০ কেজি।
আরেক সাক্ষী অভিযানে যাওয়া পুলিশের পিকআপ ভ্যানচালক কনস্টেবল মাসুম বিল্লাহ বলেন, ‘আমি বাইরে ছিলাম। ঘরের মধ্যে কী পরিমাণ ফেনসিডিল, গাঁজা পাওয়া গেছে, তা আমার জানা নেই।’
যদিও এজাহারে বলা হয়েছে, উল্লিখিত তিনজন সাক্ষীর উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ফেনসিডিল গণনা করে ২০ বোতল এবং সঙ্গে থাকা পরিমাপক যন্ত্র দিয়ে মেপে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
মামলার বাদী এসআই মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, সাক্ষীদের সামনে ফেনসিডিল ও গাঁজা জব্দ করার পর ভিডিও করে রাখা হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘মামলায় যা লেখা হয়েছে, এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। ফেনসিডিল ও গাঁজা জব্দের সময় সদর থানার পুলিশের সঙ্গে নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।’
এদিকে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক বলেন, ‘নারুলী পুলিশ ফাঁড়ির কেউ ওই অভিযানে ছিলেন না। এমনকি ভোররাতে নারুলী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা জব্দের বিষয়টি আমি নিজেও জানি না।’
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু (৫০) মারা গেছেন। আজ রোববার (২৩ মার্চ) ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২১ মিনিট আগেনোয়াখালীতে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নাননগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
২৪ মিনিট আগেচুয়াডাঙ্গায় হাফেজ ছেলের ছুরিকাঘাতে দোদুল হোসেন (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে পৌর শহরের পলাশপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত কিশোরকে (১৭) আটক করেছে।
১ ঘণ্টা আগেকারখানা বন্ধ ঘোষণা করায় গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে